বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

বড় কোনো সমস্যা হচ্ছে না

-শাহজাদা মিয়া

বড় কোনো সমস্যা হচ্ছে না

ফরিদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জহিরুল হক শাহজাদা মিয়া বলেছেন, ফরিদপুর জেলা বিএনপি ঐক্যবদ্ধ থেকে করোনা এবং বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সেবায় কাজ করেছে। করোনা দুর্যোগকালে বিএনপি ঘরে বসে থাকেনি। বন্যা ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। বাংলাদেশ প্রতিদিনকে তিনি আরও বলেন, ফরিদপুর জেলায় বিএনপির পক্ষ থেকে বন্যা ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ১ হাজার ৫০০ মানুষের মাঝে চাল, ডাল, তেল, চিনি, চিঁড়া, সাবানসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করা হয়েছে। আমার ব্যক্তিগত উদ্যোগে সদরপুর, চরভদ্রাসনের ৪ হাজার ২০০ পরিবারের মাঝে শাড়ি, লুঙ্গি, চাল, ডাল, তেল, লবণ, সাবান বিতরণ করা হয়েছে। ফরিদপুরের তিন উপজেলা পদ্মা ও আড়িয়াল খাঁর ভাঙনপ্রবণ এলাকা। এসব এলাকার অসহায় দরিদ্র মানুষকে বিভিন্নভাবে দলের পক্ষ থেকে সাহায্য-সহযোগিতা করা হয়েছে। করোনা সময়েও আমরা ঘরে বসে থাকিনি। যদিও দলীয় কর্মকান্ড তেমন একটা ছিল না। তার পরও কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক আমরা কিছু কর্মসূচি পালন করেছি। জেলা বিএনপির এক বছর ধরে কমিটি নেই, কবে কমিটি হবে- এ প্রসঙ্গে জানতে চাইলে দলটির সাবেক জেলা সভাপতি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জামিনে মুক্ত রয়েছেন। তাঁর রাজনৈতিক কর্মকান্ডে ক্ষমতাসীন দলের নানা শর্ত থাকায় তিনি দলীয় নেতাদের নিয়ে বৈঠক করতে পারছেন না। তার পরও বিএনপির কেন্দ্রীয় নেতাদের নির্দেশনা মোতাবেক দল পরিচালিত হচ্ছে। এক বছর ধরে কমিটি না থাকায় দলীয় কর্মসূচি পালন করতে গিয়ে কিছুটা সমস্যা হয়তো হচ্ছে। কিন্তু বড় ধরনের কোনো সমস্যা নেই দলে। বিএনপির মতো বড় একটি দলে অল্প কিছু সমস্যা থাকাটাই স্বাভাবিক। সেগুলো আমরা সবাই মিলে সমাধানের চেষ্টা করছি। জেলা বিএনপির কমিটি বিষয়ে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সিদ্ধান্তই সবাই মেনে নেবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর