বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

কর্মকাণ্ড কিছুটা ক্ষতিগ্রস্ত

-মোদাররেস আলী

কর্মকাণ্ড কিছুটা ক্ষতিগ্রস্ত

ফরিদপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মোদাররেস আলী ইছা বাংলাদেশ প্রতিদিনকে বলেছেন, করোনাকালীন দুর্যোগে বিএনপি অসহায় মানুষের পাশে ছিল। তিনি বলেন, জেলার চারটি আসনের সংসদ সদস্য প্রার্থীরা স্ব স্ব উদ্যোগে এবং কেন্দ্রীয় নির্দেশনায় ত্রাণ বিতরণ করেছেন। জেলা ও কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে বন্যা ও করোনায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি বিতরণসহ আর্থিকভাবেও সহযোগিতা করা হয়েছে। দীর্ঘ এক বছর দলের কমিটি না থাকায় দলীয় কর্মকান্ড কিছুটা ক্ষতিগ্রস্ত হচ্ছে দাবি করে বিএনপির এ নেতা বলেন, কমিটি না থাকায় কিছুটা সমস্যা তো হচ্ছেই। দীর্ঘদিন ধরে কমিটি পুনর্গঠন না হওয়ায় শুধু মূল দলই নয়, অঙ্গসংগঠগুলোও ক্ষতিগ্রস্ত হচ্ছে। করোনার কারণে জাতীয়ভাবে অনেক কিছুই স্থবির হয়ে পড়েছে। সেই সূত্র ধরেই রাজনীতিও মুখ থুবড়ে পড়েছে। তবে আশা করা যাচ্ছে, দ্রুতই রাজনীতি চাঙ্গা হয়ে উঠবে। তৃণমূলসহ সকল পর্যায়ের নেতা-কর্মীর দাবি দ্রুততম সময়ের মধ্যেই কমিটি ঘোষণার। আমরা আশা করছি, বেগম খালেদা জিয়া, তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতাদের নির্দেশে দ্রুতই কমিটি ঘোষণা করা হবে। আর এ কমিটি ঘোষণার মধ্য দিয়েই ফরিদপুর জেলা বিএনপির কর্মকান্ড আগের অবস্থায় ফিরে যাবে বলে আমি মনে করি।

সর্বশেষ খবর