বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

বড় দলের দীর্ঘদিন কমিটি না থাকা বিব্রতকর

-রশিদুল ইসলাম

বড় দলের দীর্ঘদিন কমিটি না থাকা বিব্রতকর

ফরিদপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রশিদুল ইসলাম লিটন বলেন, এক বছর ধরে কমিটি না থাকা বড় একটি দলের জন্য কিছুটা হলেও বিব্রতকর। দলের তৃণমূল নেতা-কর্মীরা চাইছেন দ্রতই কমিটি ঘোষণা করা হোক। কমিটি থাকলে কাজ ও আন্দোলন-সংগ্রাম করতে সহজ হয়। দীর্ঘদিন ধরে কমিটি না থাকায় তেমন কোনো অনুষ্ঠান কিংবা কর্মসূচি পালন করতে পারছি না। দলের মধ্যে নেতৃত্বের লড়াই কীভাবে দেখছেন- এমন প্রশ্নের জবাবে রশিদুল ইসলাম লিটন বলেন, নেতৃত্বের লড়াই থাকলেও আমাদের মধ্যে বড় ধরনের কোনো গ্রুপিং নেই। দলের বড় একটি অংশ চাইছে আগামী দিনে যে কমিটি করা হবে তা যেন সম্মেলন ও সবার অংশগ্রহণের মাধ্যমে হয়। কেউ যেন উড়ে এসে জুড়ে না বসে। বিগত দিনে যারা আন্দোলন-সংগ্রামে অংশ নিয়ে শরীর থেকে রক্ত ঝরিয়েছেন, হামলা-মামলার শিকার হয়েছেন, সেসব পরীক্ষিত নেতাকে মূল্যায়ন করতে হবে। সাবেক এই সাংগঠনিক সম্পাদক বলেন, করোনাকালে বিএনপি নেতারা ঘরে বসে থাকেননি। কেন্দ্রীয় কমিটির নির্দেশে আমরা ঐক্যবদ্ধ থেকে ত্রাণ বিতরণ করেছি। অনেক বিএনপি নেতা তাদের নিজেদের অর্থ দিয়ে করোনা ও বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেছেন। এখনো আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে। তিনি বলেন, একসময় ফরিদপুর জেলায় রাজনৈতিক দলগুলোর মাঝে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল। কিন্তু কয়েক বছর ধরে তা আর নেই।

সর্বশেষ খবর