বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

ইভাঙ্কাকে নিয়ে কেন মাতামাতি

প্রতিদিন ডেস্ক

ইভাঙ্কাকে নিয়ে কেন মাতামাতি

হোয়াইট হাউসে পর্দার পেছনে থেকে প্রেসিডেন্ট ট্রাম্পকে নানা বিষয়ে পরামর্শ দেন তারই বড় মেয়ে ইভাঙ্কা ট্রাম্প। নেপথ্যে থেকে ক্ষমতার অনেক বিষয়ে কলকাঠি নাড়েন তার এই সিনিয়র উপদেষ্টা। গতবারের মতো এবারও নির্বাচনী প্রচারণায় ইভাঙ্কা ট্রাম্প দাঁড়িয়েছেন পিতার রাজনৈতিক মঞ্চে। দ্বিতীয় দফায় নির্বাচিত হওয়ার ব্যাপারে পিতাকে সাহায্য করতে উঠেপড়ে লেগেছেন তিনিও। রিপাবলিকান পার্টির জাতীয় কনভেনশনে পিতার সঙ্গে তিনিও মঞ্চে উঠে বক্তব্য দিয়েছেন। আগেরবার নির্বাচনী প্রচারণায় তিনি দিনের পর দিন পিতার পক্ষে ভোট চেয়ে সারা দেশে প্রচার চালিয়েছেন। অন্তঃসত্ত্বা হওয়ার পরও ভ্রমণ করেছেন হাজার হাজার মাইল। ভ্যানিটি ফেয়ার সাময়িকী তখন তাকে ‘প্রক্সি ওয়াইফ’ বলে উল্লেখ করে বলেছিল, ডোনাল্ড ট্রাম্পের ক্যাম্প ভোটারদের কাছে তার বার্তা পৌঁছে দিতে স্ত্রীর চাইতে কন্যার ওপরই বেশি নির্ভর করছে। চার বছর আগে স্ত্রী মেলানিয়া ট্রাম্প নন, বরং কন্যা ইভাঙ্কা ট্রাম্পই প্রেসিডেন্ট পদে রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে ডোনাল্ড ট্রাম্পের নাম ঘোষণা করেছিলেন। নির্বাচিত হওয়ার পর ২০১৭ সালে ফোর্বস ম্যাগাজিন বিশ্বের ক্ষমতাধর ১০০ নারীর তালিকায় ১৭ নম্বরে স্থান দিয়েছিল ইভাঙ্কা ট্রাম্পকে। ২০১৬ সালের নির্বাচনের পর তার দুই ভাই ডোনাল্ড জুনিয়র ও এরিক ট্রাম্প যখন তাদের পিতার পারিবারিক ব্যবসা সামলাতে ব্যস্ত, ইভাঙ্কা ট্রাম্প তখন তার পিতার সঙ্গে ওয়াশিংটনে চলে আসেন। হোয়াইট হাউসের ‘বেবি’ : নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্পকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন, নির্বাচিত হলে তিনি কোন কোন নারীকে তার মন্ত্রিসভায় স্থান দেবেন? ট্রাম্পের উত্তর ছিল, এজন্য আমাদের সঙ্গে অনেকেই আছেন। তবে সবাই বলবে ইভাঙ্কাকে নাও, ইভাঙ্কাকে নাও। মন্ত্রী হননি ইভাঙ্কা ট্রাম্প, কিন্তু হয়েছেন হোয়াইট হাউসের প্রভাবশালী ব্যক্তি- প্রেসিডেন্ট ট্রাম্পের একজন শীর্ষস্থানীয় উপদেষ্টা। সরকার পরিচালনা থেকে শুরু করে আন্তর্জাতিক নেতাদের সঙ্গে সভায়ও তার বক্তব্যকে গুরুত্ব দেওয়া হয়। আনুষ্ঠানিক এসব বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট অনেক সময় তাকে ‘বেবি’ বলেও সম্বোধন করেন। ইভাঙ্কা ট্রাম্প ও তার স্বামী জ্যারেড কুশনার- দুজনই আবির্ভূত হন ট্রাম্প প্রশাসনের প্রভাবশালী ব্যক্তি হিসেবে। জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতিতে প্রেসিডেন্ট ট্রাম্পের এই জামাতাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তিন সন্তানের মা ইভাঙ্কা ট্রাম্পের বয়স এখন ৩৯। ইভাঙ্কা ট্রাম্পের জন্ম নিউইয়র্ক শহরে, ১৯৮১ সালে। ডোনাল্ড ট্রাম্প ও তার প্রথম স্ত্রী চেক মডেল ও ফ্যাশন ডিজাইনার ইভানা ট্রাম্পের ঘরে তার জন্ম। ইভাঙ্কার বয়স যখন ১০ তখন তার পিতা-মাতার বিবাহবিচ্ছেদ ঘটে।

সর্বশেষ খবর