বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

প্রথমে পজিটিভ পরে নেগেটিভ, মারা গেলেন চিকিৎসক

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক উপ-পরিচালক ডা. নির্মলেন্দু চৌধুরী (৫৯) করোনা নেগেটিভ হয়েও মারা গেলেন। ৮ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

পারিবারিক সূত্রে জানানো হয়েছে, গত ২ আগস্ট বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা প্রদান করেন। ৩ আগস্ট তিনি পজিটিভ হন। ৫ আগস্ট অসুস্থতা বেড়ে গেলে বগুড়া মেডিকেলে নেওয়া হয়। পরে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। সর্বশেষ অবস্থার অবনতি হলে ২২ আগস্ট তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার লাশ রাতে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় নেওয়া হয়। তিনি রংপুর মেডিকেল কলেজের ৭ম ব্যাচের ছাত্র ছিলেন। বিএমএ বগুড়া শাখার সাধারণ সম্পাদক ডা. মো. রেজাউল আলম জুয়েল করোনাভাইরাসে ডা. নির্মলেন্দু চৌধুরীর মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি বিএমএ বগুড়া শাখার সদস্য ছিলেন। তার মৃত্যুতে বিএমএ বগুড়া শাখার পক্ষে সভাপতি ডা. মো. মোস্তফা আলম নান্নু, সাধারণ সম্পাদক ডা. মো. রেজাউল আলম জুয়েল, সহসভাপতি ডা. মো. জাহাঙ্গীর আলম ও ডা. আবদুল হাকিম, কোষাধ্যক্ষ ডা. সামির হোসেন মিশু, যুগ্ম সম্পাদক ডা. মনিরুজ্জামান আশরাফ বিপুল গভীর শোক প্রকাশ করেছেন।

সর্বশেষ খবর