শিরোনাম
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

দুর্ধর্ষ চক্রের হাতে দুই শতাধিক ছিনতাই

২৫ সেকেন্ডে কাজ সম্পন্ন

মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম

দুর্ধর্ষ ছিনতাই চক্রের সদস্য ওরা। কিশোর-তরুণদের সমন্বয়ে গড়া এ ছিনতাই চক্রের সদস্যদের দিনের বেলার পেশা ব্যবসায়ী, গাড়িচালক কিংবা পুলিশের কথিত সোর্স। সন্ধ্যা নামলে তাদের পেশা হয়ে যায় এক ও অভিন্ন। নগরীর বিভিন্ন এলাকায় পিকআপ ভ্যান নিয়ে ঘুরে বেড়ায়, সুযোগ বুঝে মাত্র ২৫ সেকেন্ডে টার্গেটের কাছ থেকে সবকিছু ছিনিয়ে নেয়। শুধু নগরীতে দুই শতাধিক ছিনতাই করেছে তারা। অবশেষে পুলিশের ফাঁদে পড়ে ধরাশায়ী এ চক্রের পাঁচ সদস্য। তারা হলেন- বাবু ওরফে ছোট বাবু, আল আমিন, মো. রাব্বী, মো. সোহেল এবং কামাল হোসেন রনি। সোমবার রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সিএমপির ডবলমুরিং থানার ওসি (তদন্ত) জহির হোসেন বলেন, গ্রেফতার হওয়া এ ছিনতাই চক্রের হাতে কমপক্ষে দুই শতাধিক ছিনতাই হয়েছে। এ চক্রের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। অভিযানের নেতৃত্ব দেওয়া ডবলমুরিং থানার উপপরিদর্শক অর্ণব বড়–য়া বলেন, এ ছিনতাই চক্রটি কুলি ছদ্মবেশ ধারণ করে রাতের বেলা নগরীতে ঘুরে বেড়াত। সুযোগ পেলে এক মিনিটেরও কম সময়ে মালামাল ছিনিয়ে  নেয় ভিকটিমের কাছ থেকে। এত দ্রুত সময়ের মধ্যে ছিনতাই করতে পারে এমন চক্র আগে দেখিনি। এ চক্রের সদস্যরা যত দুর্ধর্ষ তার চেয়ে হিংস্র। কেউ তাদের বাধা দিতে চাইলে এক মুহূর্তও দেরি করে না ছুরিকাঘাত করতে। জানা যায়, বছর দেড়েক আগে পুলিশের কথিত সোর্স বাবু ওরফে ছোট বাবু ওরফে শাকিলের নেতৃত্বে ছয়জনের একটি ছিনতাই সিন্ডিকেট গড়ে ওঠে। এ ছিনতাই সিন্ডিকেট সদস্যরা দিনের বেলা ভিন্ন ভিন্ন পেশায় নিয়োজিত থাকলেও সন্ধ্যা নামলে তাদের পেশা হয়ে যায় অভিন্ন। তারা নগরীর ডবলমুরিং, খুলশী, কোতোয়ালি, হালিশহর, চকবাজার, বন্দর এবং সদরঘাট এলাকায় পিকআপ ভ্যানে ঘুরে বেরিয়ে ছিনতাই করে। তারা মূলত রাত সাড়ে ১১টা থেকে রাত ৩টা পর্যন্ত ছিনতাইয়ের কাজ করত। এ চক্রের নেতৃত্বে রয়েছে নগরীর সদরঘাট থানার পুলিশের কথিত সোর্স ছোট বাবু।

যার সঙ্গে সদরঘাট থানার ওসি ফজলুর রহমান ফারুকীর ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। ছিনতাই করা মালামাল বিক্রি করত নিউমার্কেট এলাকার চোরাই মোবাইল ক্রয় চক্রের অন্যতম হোতা বেলাল ও আলী আকবরের কাছে। ছিনতাই নেতা বাবুর সঙ্গে সম্পর্ক নিয়ে সদরঘাট থানার ওসি ফজলুর রহমান ফারুকী বলেন, বাবু নামে কাউকে আমি চিনি না। তাই তার বিষয়ে বলতেও পারব না।

সর্বশেষ খবর