শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

মানুষকে সেবার সুযোগ কাজে লাগানো হয়েছে

-মো. জিল্লুল হাকিম

মানুষকে সেবার সুযোগ কাজে লাগানো হয়েছে

রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি জিল্লুল হাকিম বাংলাদেশ প্রতিদিনকে বলেছেন, করোনাকালে মানুষের সেবা করার সুযোগ কাজে লাগিয়েছে রাজবাড়ী জেলা আওয়ামী লীগ। করোনার শুরুর থেকে রাজবাড়ীর দুটি আসনের নেতা-কর্মীরা লক্ষাধিক অসহায় মানুষের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করেছে। এ ছাড়া মাস্ক, পিপিই, হ্যান্ড গ্লাভসসহ বিভিন্ন স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়েছে। তিনি বলেন, ভ্রাম্যমাণ মেডিকেল টিম চালু করে সাধারণ মানুষের স্বাস্থ্য সেবার বিষয়টি নিশ্চিত করেছে রাজবাড়ী জেলা আওয়ামী লীগ। এ ছাড়া করোনায় কাজ করতে গিয়ে রাজবাড়ীতে অনেক আওয়ামী লীগের নেতা-কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। জেলা আওয়ামী লীগ সভাপতি বলেন, করোনাকালে কাজ করতে গিয়ে দলীয় কার্যক্রম যেন স্থবির না হয় সে বিষয় মাথায় রেখে স্বাস্থ্যবিধি মেনে দলীয় কর্মসূচি পরিচালিত হয়েছে। করোনাকালে দলীয় কর্মসূচি সম্পূর্ণরূপে চালু না থাকায় কিছু মানুষ আওয়ামী লীগের বিরুদ্ধে মিথ্যাচার করে যাচ্ছে। বিশেষ করে রাজবাড়ী-১ আসনের কাজী পরিবারের দুই ভাইয়ের দ্বন্দ্ব মিটাতে গিয়ে আমি ষড়যন্ত্রের শিকার হয়েছি। দীর্ঘদিন দল ক্ষমতায় থাকার কারণে দলের নাম ভাঙিয়ে যারা দলের ভাবমূর্তি নষ্ট করছে তাদের ব্যাপারে দল সতর্ক অবস্থানে রয়েছে। তিনি বলেন, অনেক সময় রাজনীতির ঊর্ধ্বে ওঠে মানবিকতার পরিচয় দিতে হয়। রাজবাড়ী জেলা আওয়ামী লীগ করোনাকালে সেটি করছে।

সর্বশেষ খবর