শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

সামর্থ্য অনুযায়ী কাজ করেছে বড় দুই দল

-এ টি এম রফিক উদ্দীন

সামর্থ্য অনুযায়ী কাজ করেছে বড় দুই দল

রাজবাড়ী প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও পাংশা সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ এ টি এম রফিক উদ্দীন বলেছেন, রাজবাড়ীতে করোনাকালে সামর্থ্য অনুযায়ী বড় দুই দলই কাজ করেছে। বিশেষ করে ক্ষমতাসীন আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা-কর্মী করোনাকালে মানুষের পাশে থেকে কাজ করেছেন। রাজবাড়ী-১ আসনের কাজী কেরামত আলী, সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আবদুল জব্বার ভালো করেছে। তাছাড়া রাজবাড়ী-২ আসনের পাংশা, বালিয়াকান্দি, কালুখালীতে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্যের পুত্র ও জেলা আওয়ামী লীগের সভাপতি আশিক মাহমুদ মিতুল করোনাকালে ত্রাণ সহায়তার পাশাপাশি বিভিন্ন স্বাস্থ্য উপকরণ বিতরণ করে সাধারণ মানুষের একেবারে কাছে পৌঁছে গিয়েছেন। তিনি বলেন, বিএনপি দীর্ঘদিন ক্ষমতায় না থাকলেও সাধ্যমতো তারা মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন। গোয়ালন্দ উপজেলা বিএনপি সহ পাংশা, বালিয়াকান্দি, কালুখালীতে বিভিন্নভাবে বেশ কয়েকজন নেতা-কর্মী মানুষের পাশে দাঁড়িয়েছেন। রাজনীতির ঊর্ধ্বে ওঠে দুই দলের কর্মকা- মঙ্গলময় বলে মনে হয়েছে।

সর্বশেষ খবর