শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

গ্রিড উপকেন্দ্রে ফের আগুন, বিদ্যুৎহীন ময়মনসিংহ

ময়মনসিংহ প্রতিনিধি

মাত্র এক দিনের ব্যবধানে ময়মনসিংহের কেওয়াটখালীতে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) উপকেন্দ্রে আবারও অগ্নিকা- ঘটেছে। গতকাল সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। ফলে বন্ধ হয়ে যায় ময়মনসিংহ বিভাগের বিদ্যুৎ সরবরাহ। তবে ঘণ্টাখানেক পর শেরপুর, জামালপুর ও নেত্রকোনায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়। কিন্তু ময়মনসিংহ জেলায় এ রিপোর্ট লিখা পর্যন্ত (সন্ধ্যা ৬টা) স্বাভাবিক হয়নি বিদ্যুৎ সরবরাহ। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ময়মনসিংহ অঞ্চলের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম জানান, ‘মঙ্গলবার শর্টসার্কিট থেকে আগুন লেগে এ উপকেন্দ্রের একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন ট্রান্সফরমারসহ সরবরাহ লাইনের ব্যাপক ক্ষতি হয়। এর পর থেকে উপকেন্দ্রে সংস্কার কাজ চলছিল। গতকাল আবারও আগুন লাগার ঘটনায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। কখন ময়মনসিংহ জেলায় বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে তা বলা যাচ্ছে না।’ তিনি জানান, পুড়ে যাওয়া সার্কিট ব্রেকার বদল করে নতুন সার্কিট ব্রেকার বসানোর কাজ চলছে। সে কাজ শেষ হলে ময়মনসিংহ জেলায় আবার বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। স্থানীয় এলাকাবাসী ও পিজিসিবি সূত্র জানায়, সকাল ১০টার দিকে কেওয়াটখালী পিজিসিবির উপকেন্দ্রের একটি ট্রান্সফরমার ব্রেকারে আগুন লাগে। কিছুক্ষণের মধ্যেই আগুন কন্ট্রোল রুমে ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের উপপরিচালক আবুল হোসেন জানান, আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে তারা সক্ষম হন। ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের একটি সার্কিট ব্রেকারে আগুন লাগার পর কন্ট্রোল রুমে ছড়িয়ে পড়ে। পিজিসিবির সহকারী প্রকৌশলী এ কে এম তাজুল ইসলাম জানান, মঙ্গলবারের অগ্নিকা-ের ঘটনায় তদন্ত কমিটি কাজ করছে। গতকালের ঘটনায়ও পিজিসিবি একটি তদন্ত কমিটি গঠন করেছে। এদিকে দীর্ঘ সময় বিদ্যুৎহীন থাকায় অসহনীয় দুর্ভোগে পড়েছে জনজীবন। পানি সংকটে বাসাবাড়িতে রান্না বন্ধ থাকায় অতিরিক্ত চাপ দেখা গেছে বিভিন্ন রেস্তোরাঁয়। খাবার পানির জন্য সড়কের পাশে থাকা বিভিন্ন টিউবওয়েলেও উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। বন্ধ রয়েছে ছাপাখানার সব কার্যক্রম।

সর্বশেষ খবর