শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

মানুষের পাশে ছিল আওয়ামী লীগ

-নুরুজ্জামান আহমেদ

মানুষের পাশে ছিল আওয়ামী লীগ

লালমনিরহাট জেলা আওয়ামী লীগ নেতা, সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, ‘আমরা করোনাকালে কর্মহীন হাজার হাজার মানুষকে সহায়তা করেছি। জেলা আওয়ামী লীগের উদ্যোগে গঠিত ত্রাণ কমিটির মাধ্যমে প্রতিটি পাড়া-মহল্লায় ত্রাণসামগ্রী বিতরণ করেছি, যা এখনো চলছে। অসহায় দুস্থ মানুষের সেবায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা আগেও সক্রিয় ছিলেন এখনো রয়েছেন।’ বাংলাদেশ 

প্রতিদিনকে তিনি বলেন, ‘আওয়ামী লীগ গণমানুষের দল। করোনা ও বন্যায় দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে দলটি ইতিহাস সৃষ্টি করেছে। প্রধানমন্ত্রীর উপহার খাদ্যসামগ্রী এবারের মতো এত পর্যাপ্ত কোনো আমলে পাওয়া যায়নি। সব পেশার মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।’ নুরুজ্জামান আহমেদ বলেন, ‘করোনা শুরুর পর থেকেই ওয়ার্ড পর্যায়ে নেতা-কর্মীরা মাইকিং করে জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলতে প্রচার চালিয়েছেন। করোনা দুর্ভোগে পড়াদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বন্যাদুর্গত মানুষের পাশে থেকে পর্যাপ্ত ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। ওয়ার্ডভিত্তিক দুস্থ-অসহায়দের তালিকা করে নেতা-কর্মীদের মাধ্যমে সহায়তা করা হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘করোনা পরিস্থিতিতে লালমনিরহাটের জনগণের পাশে রয়েছে আওয়ামী লীগ। করোনা সংক্রমণ শুরুতে প্রধানমন্ত্রীর নির্দেশে জনগণকে সচেতন করার লক্ষ্যে প্রতিটি বাড়ি, হাটবাজারসহ জনগুরুত্বপূর্ণ এলাকায় লিফলেট ও মাস্ক বিতরণ, নর্দমা পরিষ্কার, শহরের সড়ক, প্রতিষ্ঠান ও পৌর এলাকার বাড়ি বাড়ি জীবাণুনাশক স্প্রে করা হয়েছে, শহরের প্রতিটি মোড়ে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এবং হাটবাজারে হাত ধোয়ার ব্যবস্থা করা হয়।’ আওয়ামী লীগের প্রবীণ এই নেতা বলেন, ‘অন্য সময়ের চেয়ে দলীয় কর্মকান্ড বেশি থাকলেও করোনায় স্বল্পপরিসরে কর্মসূচি পালিত হয়েছে। স্বাস্থ্যবিধি মেনেই দলীয় কর্মকান্ডে অংশ নিয়েছেন নেতা-কর্মীরা। বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী, শোকের মাসের বিভিন্ন কর্মসূচি, গ্রেনেড হামলা দিবস, মুজিব শতবর্ষ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।’ নুরুজ্জামান আহমেদ বলেন, ‘বন্যা ও করোনাকালে রাজনীতির চেয়ে মানবিক বিষয়টিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। সবার মধ্যে ত্রাণসামগ্রী সুষ্ঠু বণ্টন করা হয়েছে। ত্রাণ বিতরণে কোনো দলীয় পরিচয় দেখা হয়নি। বরং বিগত সময়ে যারা লুটপাট করেছে তারাই জনগণের পাশে নেই।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর