শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

নেতাদের পাশে পায়নি অসহায় মানুষ

-অধ্যাপক মিজানুর রহমান

নেতাদের পাশে পায়নি অসহায় মানুষ

কমিউনিটি পুলিশিং লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক, শিক্ষাবিদ অধ্যাপক মিজানুর রহমান বলেছেন, ‘লকডাউনের সময় আওয়ামী লীগ নেতাদের পদক্ষেপ প্রশংসনীয় ছিল। তবে আওয়ামী লীগ ক্ষমতাসীন থাকায় এমপি ও স্থানীয় সরকারের প্রতিনিধিদের জেলাব্যাপী ভূমিকা দৃশ্যমান হলেও সরকারি দল হিসেবে আরও বেশি ভূমিকা রাখার সুযোগ ছিল। বিএনপির পক্ষ থেকে জেলা ও উপজেলার বিভিন্ন জায়গায়  ত্রাণ ও মাস্ক বিতরণ কার্যক্রম পরিচালনা করতে দেখা গেছে। তবে একটি বড় রাজনৈতিক দল হিসেবে যে ভূমিকা রেখেছে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।’ বাংলাদেশ প্রতিদিনকে তিনি আরও বলেন, ‘সরকার ও বিরোধী দল এ করোনাকলেও নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়িতে ব্যস্ত। তারা সেভাবে এ দুর্যোগে মানুষের পাশে দাঁড়াতে পারেনি। বিশেষ করে লালমনিরহাটের মানুষ হাতে গোনা দু-এক জন ছাড়া রাজনৈতিক নেতাদের কাছে পায়নি। ব্যক্তি উদ্যোগে শুধু সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদই অসহায়, দুস্থ, গরিব মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছেন। এ ছাড়া অন্য রাজনীতিবিদদের তেমন চোখে পড়েনি।’ তিনি বলেন, ‘করোনা ও দীর্ঘস্থায়ী বন্যায় নাজেহাল হয়েছে এ জেলার মানুষ। পথে বসেছে অসংখ্য মানুষ কিন্তু সরকারি সাহায্য ছাড়া রাজনৈতিক নেতারা তাদের সেভাবে সহযোগিতা করেননি, বেসরকারি সংস্থাগুলোও তেমন মাঠে নেই।’ এই অধ্যাপক বলেন, ‘করোনা ও বন্যায় প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা যা করেছেন তা এ দেশের মানুষ আজীবন মনে রাখবে। তিনি একাই সামনে থেকে নেতৃত্ব দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর