শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা
মসজিদে হতাহতদের ক্ষতিপূরণ ও দোষীদের শাস্তি দাবি

ইসলামী আন্দোলনের বিক্ষোভ ও খেলাফত মজলিসের দোয়া

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলনের বিক্ষোভ ও খেলাফত মজলিসের দোয়া

নারায়ণগঞ্জে মসজিদে গ্যাস বিস্ফোরণে হতাহতদের ক্ষতিপূরণ ও গাফিলতিকারীদের শাস্তির দাবিতে গতকাল রাজধানীর বায়তুল মোকাররমে প্রতিবাদ মিছিল করে ইসলামী আন্দোলন -বাংলাদেশ প্রতিদিন

রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তিতাস গ্যাস কর্তৃপক্ষের অবহেলায় নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে হতাহতদের ক্ষতিপূরণ এবং দোষীদের শাস্তির দাবিতে এ বিক্ষোভ সমাবেশ গতকাল বাদ জুমা ইসলামী আন্দোলন ঢাকা মহানগরীর উদ্যোগে অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে মিছিল বায়তুল মোকাররম পল্টন, মোড় হয়ে বিজয়নগর পৌঁছলে তারকাঁটার ব্যারিকেড দিয়ে মিছিলের গতি রোধ করে পুলিশ। সেখানেই নেতৃবৃন্দ মুনাজাতের মাধ্যমে মিছিলের সমাপ্তি ঘোষণা করেন। সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ, কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ হাফেজ                 মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম প্রমুখ।

একই সময়ে বিস্ফোরণে নিহতদের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় খেলাফত মজলিসের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, অধ্যাপক ডা. রিফাত হোসেন মালিক, মাওলানা আজীজুল হক, মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, অধ্যাপক মো. আবদুল জলিল, হাজী নূর হোসেন প্রমুখ।

সর্বশেষ খবর