শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

রাজধানীতে সামুদ্রিক রূপচাঁদা বলে নিষিদ্ধ পিরানহা বিক্রি

নিজস্ব প্রতিবেদক

নিষিদ্ধ পিরানহাকে সামুদ্রিক রূপচাঁদা নামে চালিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এ অভিযোগে রাজধানীর কারওরান বাজারে মাছের আড়তের ৫ ব্যবসায়ীকে কারাদ- দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। তাদের বিরুদ্ধে মাছ দীর্ঘ সময় তাজা রাখতে ক্ষতিকর কেমিক্যাল, সামুদ্রিক রূপচাঁদা মাছ বলে নিষিদ্ধ পিরানহা বিক্রি, অস্ট্রেলিয়ান মাগুর বিক্রি, মাছে ক্ষতিকর রং মেশানোর অভিযোগ পাওয়া গেছে।  গতকাল কারওয়ান বাজারে সকাল থেকে ভেজালবিরোধী অভিযান পরিচালনা করেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

তিনি বলেন, মাছ দীর্ঘ সময় তাজা রাখতে বিভিন্ন কেমিক্যাল ব্যবহারের অভিযোগ ছিল। আমরা অভিযান চালিয়ে এগুলোর সত্যতা পেয়েছি। এ ছাড়া মাছে ক্ষতিকর বিভিন্ন রং মেশানো হয়। অভিযানে এসবের সঙ্গে জড়িত ৫ জনকে আটক করা হয়েছে। তাদের ১ থেকে ৩ মাসের কারাদ- দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর