শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা
অষ্টম কলাম

স্ত্রীর শরীরে গরম খুন্তির ছ্যাঁকা চুল ন্যাড়া

বরগুনা প্রতিনিধি

বরগুনার তালতলীতে দুই লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রী মার্জিয়ার (৩০) শরীরে গরম খুন্তির ছ্যাকা ও তার চুল ন্যাড়া করে দিয়েছেন স্বামী মানিক খান। বৃহস্পতিবার রাতে যৌতুকের টাকা নিয়ে বাকবিত ার একপর্যায়ে স্ত্রীর গায়ে খুন্তির ছ্যাঁকা ও চুল ন্যাড়া করেন দেয় স্বামী, শাশুড়ি ও ননদ। গতকাল সকালে তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, ২০০৯ সালে তালতলী উপজেলার বড় আমখোলা গ্রামের আবদুল খালেক খানের মেয়ে মার্জিয়ার সঙ্গে বরগুনা সদর উপজেলার ধুপতি গ্রামের আনোয়ার খানের ছেলে মানিক খানের বিয়ে হয়। বিয়ের পরে শ^শুর খালেক খান জামাতা মানিককে বাড়ি নির্মাণের জন্য দুই লাখ টাকা দেন। ওই টাকা দিয়ে মানিক শ^শুরবাড়ির পাশে বাড়ি নির্মাণ করে বসবাস করে আসছেন। মানিক দম্পতির দুটি কন্যাসন্তান রয়েছে। গত তিন বছর আগে মানিক ঢাকা চলে যান। ওই সময় থেকেই স্বামী মানিক স্ত্রী মার্জিয়া ও দুই কন্যার কোনো খোঁজখবর নিচ্ছেন না।

বৃহস্পতিবার মানিক শ^শুরবাড়িতে আসেন এবং স্ত্রীকে তার বাড়িতে নিয়ে যান। ওই দিন রাত ১১টার দিকে               স্বামী মানিক ব্যবসার কথা বলে স্ত্রী মার্জিয়ার বাবার কাছ থেকে ফের দুই লাখ টাকা যৌতুক এনে দিতে বলেন। এ টাকা দিতে স্ত্রী অস্বীকার করায় ক্ষিপ্ত হন মানিক। পরে মানিক স্ত্রী মার্জিয়াকে বেধড়ক মারধর শুরু করেন। একপর্যায়ে স্বামী মানিক, ননদ জাকিয়া ও শাশুড়ি আলেয়া মিলে মার্জিয়ার শরীরের ১২টি স্থানে গরম খুন্তির ছ্যাকা দেন এবং চুল ন্যাড়া করে দেন। তার ডাক চিৎকার শুনে প্রতিবেশী এবং স্বজনরা তাকে উদ্ধার করেন এবং পরের দিন গতকাল শুক্রবার সকালে গুরুতর আহত অবস্থায় মার্জিয়াকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অভিযুক্ত স্বামী মানিক খান যৌতুক চাওয়ার কথা অস্বীকার করে বলেন, সামান্য ঝগড়াঝাটি হয়েছে মারধর কিংবা কোনো খুন্তির ছ্যাকা দেইনি। তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, এ বিষয়ে আমি কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

সর্বশেষ খবর