শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা
প্রকৃতি

তুরাগে বকের ঝাঁক

মোস্তফা কাজল

তুরাগে বকের ঝাঁক

নানা প্রজাতির দৃষ্টিনন্দন বকের দেখা মিলছে রাজধানীর উপকণ্ঠে তুরাগ নদে। ভরা বর্ষার কারণে এ নদে পানি বৃদ্ধি পাওয়ায় মাছের সংখ্যাও বেড়েছে। ফলে বক, ডাহুক ও মাছরাঙা পাখির নজর পড়েছে এ নদের মাছের ওপর। বকের নানা জাতের মধ্যে রয়েছে নিশিবক, বেগুনি বক, ছোট ধলাবক, রঙ্গেলা বক, কুঁজো বক, সবুজ বক ও ধূসর বক। নদের পানিতে দেখা যাচ্ছে নানা প্রজাতির দেশি ছোট-বড় মাছের। দূষণ কমায় এ নদে বক ও মাছের বিচরণ সমান্তরালভাবেই যেন বাড়ছে। এমন সুন্দর পরিবেশ উপভোগ করতে সকাল-বিকাল নদের পাড়ে হৈ-হুল্লোড় করে আনন্দ করছেন অনেকে। অগণিত পাখির অস্থায়ী আবাসস্থল তৈরি হয়েছে নদের তীরবর্তী এলাকার গাছ-গাছালিতে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর