রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

রাজনীতির চেয়ে মানবিক বিষয়টি গুরুত্বপূর্ণ

-নাছির উদ্দিন আহমেদ

রাজনীতির চেয়ে মানবিক বিষয়টি গুরুত্বপূর্ণ

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদ বাংলাদেশ প্রতিদিনকে বলেছেন, চাঁদপুরে সরকারের পাশাপাশি দলীয়ভাবে ত্রাণ সুষ্ঠুভাবে বিতরণ করা হয়েছে। দলীয়ভাবে ও নিজস্ব অর্থায়নে উপজেলা পর্যায়েও অসহায় ও কর্মহীনদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। এখন তৃণমূল থেকে দলকে ঢেলে সাজাতে পরিকল্পনা নিয়েছি।

নাছির উদ্দিন বলেন, প্রধানমন্ত্রীর উপহার ত্রাণ পৌরসভার ১৫টি ওয়ার্ডে সুষ্ঠুভাবে বিতরণ করা হয়েছে। এমনকি নিজ উদ্যোগেও ত্রাণ বিতরণ করেছি। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল, দুই হাজার পাঁচশ টাকা করে চার হাজার পরিবারের মাঝে মোট এক কোটি টাকা বিতরণ, পাঁচশ টাকা করে ১ হাজার ৫১০টি পরিবারে মোট ৭ লাখ ৫৫ হাজার টাকা বিতরণ, ওএমএস’র চাল তিন ধাপে প্রায় ২০ হাজার পরিবারে, ১০ কেজি করে প্রায় ১ হাজার ৮০০ পরিবারে সুষ্ঠুভাবে বিতরণ করা হয়েছে। তিনি বলেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের জন্য একটি অনাকাক্সিক্ষত ঘটনা, কচুয়া উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশিরকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আদেশে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া করোনাকালে জেলায় দলের কোনো বদনাম নেই। তিনি বলেন, করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর কর্মসূচি সীমিত আকারে পালন করেছি। এ সময় অসহায় কর্মহীন মানুষের সেবায় দলীয় কর্মকা- নিবেদিত ছিল। শোকের মাস আগস্টে স্বাস্থ্যবিধি মেনেই সীমিত পরিসরে দলীয় সব কর্মসূচি পালন করেছি। করোনাকালে মানুষকে সচেতন করতে লিফলেট, মাস্ক, স্যানিটাইজার বিতরণ করেছি।

সর্বশেষ খবর