রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

করোনাকালে কর্মহীন মানুষের পাশে আছি

-শেখ ফরিদ আহমেদ মানিক

করোনাকালে কর্মহীন মানুষের পাশে আছি

চাঁদপুর জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, করোনাকালে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী রাজনৈতিক কর্মকা- বন্ধ থাকলেও পুরো সময় কর্মহীন ও অসহায় মানুষের পাশে ছিলাম এবং আছি। বিএনপি, ছাত্রদল, যুবদল, মহিলা দলের নেতা-কর্মীরা তাদের সাধ্যমতো কর্মহীন মানুষকে মানবিক সহায়তা দিয়েছে। সমাজের নিম্ন মধ্যবিত্ত যারা লজ্জায় কারও কাছে হাত পাততে পারেনি আমরা তাদের সহায়তা করেছি। তিনি বলেন, বিএনপি একযুগ ক্ষমতার বাইরে। তাই নিজস্ব তহবিল থেকে যতটুকু পেরেছি মানবিক সহায়তা নিয়ে দুর্যোগকালে মানুষের পাশে দাঁড়িয়েছি। শেখ ফরিদ আহমেদ বলেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় জেলা সম্মেলন করার প্রস্তুতি নিয়ে কাজ করা হচ্ছে। দেশনেত্রীর মুক্তিসহ জেল জুলুম, জাতীয় কর্মসূচি ও চাঁদপুর পৌরসভা নির্বাচনসহ বিশ^ব্যাপী করোনা প্রতিকূলতার কারণে ইউনিটগুলোর সম্মেলন করতে বিলম্ব হচ্ছে। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের বিভিন্ন ইউনিটের মেয়াদোত্তীর্ণ হলেই সম্মেলনের মাধ্যমে কমিটি পুনর্গঠন করা হবে। তিনি বলেন, দলের পাঁচ শতাধিক মামলায় ২০ হাজার নেতা-কর্মী হুলিয়া নিয়ে করোনাকালেও বিভিন্ন সামাজিক কর্মকা- চালাতে বেগ পেতে হয়েছে। প্রতিনিয়ত নতুন মামলায় নেতা-কর্মীদের হয়রানি করা হচ্ছে। আহ্বায়ক হিসেবে আমি চার্জশিটভুক্ত পাঁচটি ও আমার নেতা-কর্মীরা অসংখ্য মামলায় আদালতে নিয়মিত হাজিরা দিচ্ছি। তিনি বলেন, চাঁদপুর জেলা বিএনপি আগের চাইতে এখন অনেক বেশি সুসংগঠিত। বড় দলে নেতৃত্ব বিকাশের প্রতিযোগিতা থাকতেই পারে। তবে দলীয় গ্রুপিং এখন নেই।

সর্বশেষ খবর