রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

কর্মহীন মানুষের পাশে সমবায় সমিতি

-মো. জসিম উদ্দিন শেখ

কর্মহীন মানুষের পাশে সমবায় সমিতি

চাঁদপুরে জাতীয় সমবায় পুরস্কারপ্রাপ্ত চান্দ্রা শিক্ষিত বেকার যুব বহুমুখী সমবায় সমিতির ব্যবস্থাপনা পরিচালক মো. জসিম উদ্দিন শেখ বলেছেন, দেশের করোনা প্রভাবে যখন সারা বিশ^ বিপর্যস্ত ঠিক তখন, সরকারের পাশাপাশি স্থানীয়ভাবে রাজনৈতিক দল,  প্রশাসন, জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও বিভিন্ন সমবায় সমিতির পক্ষ থেকে সাধ্যমতো মানবিক সহায়তা নিয়ে কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছে। করোনা আমাদের অনেক কিছু শিখিয়েছে। ঘনবসতিপূর্ণ এই দেশে নিম্ন আয়ের মানুষদের শিক্ষা, কুসংস্কার ও সচেতনতার দারুণ অভাব রয়েছে। তাই সামাজিক দূরত্ব বজায় ও মাস্ক ব্যবহার করতে সবাইকে সচেষ্ট হতে হবে। যদিও জীবিকার তাগিদে দিনমজুর, শ্রমিক ও রিকশাচালকরা বাধ্য হয়ে কর্মে নামছে। তারা আয় না করলে তাদের সংসারের চাকা চলবে কী করে? তিনি বলেন, করোনা সংক্রমণ এড়াতে জীবন জীবিকার তাগিদে সবাইকে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে কাজ করতে হবে। জসিম উদ্দিন শেখ বলেন, করোনাকালে ‘চান্দ্রা শিক্ষিত বেকার যুব বহুমুখী সমবায় সমিতি’র উদ্যোগে অফিসের কার্যক্রম স্বাভাবিক রাখতে সদস্যদের মাঝে মাস্ক, লিফলেট, সাবান, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও নগদ অর্থসহ প্রায় ৩০ লাখ টাকা বিতরণ করা হয়েছে। তিনি বলেন, সমিতির পক্ষ থেকে চাঁদপুর স্টেডিয়ামে জেলা প্রশাসনের মাধ্যমে কর্মহীন-অসহায় ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয়। সমিতি সদস্যদের হোম সার্ভিস, চাহিদামতো দ্রুত সঞ্চিত অর্থ ফেরত, বিশেষ বিনিয়োগ চালু করে তার সুবিধা প্রদান করা হয়েছে। তিন মাসের জন্য কিস্তির বিশেষ সুবিধা দিয়ে জরিমানা মওকুফ করা হয়েছে। করোনাকালে সদস্যদের কাছ থেকে কিস্তির টাকা না চাওয়ার জন্য বলা হয়েছে। তিনি বলেন, করোনা পরিস্থিতিতে অফিস স্টাফদের ঝুঁকি না নিতে ও দূরত্ব বজায় রেখে অফিস চালানোর নির্দেশ দেওয়া হয়। করোনাকালীন অফিস চালু রাখার জন্য প্রশাসন সার্বিক সহযোগিতা করেছে। কর্মহীন ও অসহায় ব্যক্তিরা হটলাইন নম্বরে আবেদনের পরিপ্রেক্ষিতে প্রশাসনের একটি চৌকস সেচ্ছাসেবক টিমের মাধ্যমে ত্রাণ সামগ্রী কর্মহীনদের বাড়ি পৌঁছে দিয়েছেন। জেলা প্রশাসনের এই সহায়তার বিষয়টি জনমনে ব্যাপক সমর্থন ও প্রশংসা কুড়িয়েছে।

সর্বশেষ খবর