রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

কাউন্টারে ট্রেনের টিকিট বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক

অনলাইনে ট্রেনের সব টিকিট বিক্রির সিদ্ধান্ত বদলে  স্টেশনের কাউন্টারে টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ  রেলওয়ে কর্তৃপক্ষ। গতকাল থেকে কাউন্টারে টিকিট বিক্রির এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। এখন থেকে  ট্রেনের মোট আসন সংখ্যার ২৫ শতাংশ টিকিট যাত্রীরা  স্টেশনের কাউন্টার থেকে কিনতে পারবেন। বাকি ২৫ শতাংশ অনলাইনে পাওয়া যাবে। আর করোনা পরিস্থিতির কারণে ৫০ ভাগ আসন ফাঁকা থাকবে। এদিকে গতকাল টিকিট কিনতে গেলেও কাউন্টার থেকে ২১ সেপ্টেম্বরের আগের কোনো টিকিট দেওয়া হয়নি যাত্রীদের। কারণ, অনলাইনে ২০ সেপ্টেম্বর পর্যন্ত টিকিট বিক্রি করা হয়েছে। পূর্ব ঘোষণা না থাকায় প্রয়োজনীয় টিকিট না পেয়ে ফিরে গেছেন অনেকে। কাউন্টার থেকে টিকিট কেনার সুযোগ সৃষ্টি হওয়ায় সাধারণ যাত্রীদের অনেকে স্বস্তির কথা জানিয়েছেন। বিশেষ করে যারা নিম্ন আয়ের লোকজন ও প্রযুক্তি ব্যবহার করে টিকিট সংগ্রহ করতে পারেন না তারা এখন সহজেই কাউন্টারে গিয়ে টিকিট সংগ্রহ করতে পারবেন। বিপরীতে অনেকেই মনে করছেন, করোনা পরিস্থিতিতে স্টেশনে এসে কাউন্টারের সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট  কেনার কারণে সংক্রমণের ঝুঁকি বেড়ে যাবে। বর্তমান পরিস্থিতিতে অনলাইনে টিকিট বিক্রি করাটাই নিরাপদ। দুপুরে বিমানবন্দর রেলস্টেশনে গিয়ে দেখা যায়, টিকিট কিনতে আসা যাত্রীরা কাউন্টারের সামনে ভিড় করছেন।  কোনো কোনো কাউন্টারে কিছুটা লম্বা লাইন তৈরি হয়েছে। টিকিটের জন্য লাইনে দাঁড়ানো লোকজন সামাজিক দূরত্ব মানছেন না। অনেকের মুখে মাস্ক নেই। টিকিটের জন্য কাউন্টারের মুখে ঠেলাঠেলিও করছিলেন অনেকে। টিকিট ছাড়া কোনো যাত্রীকে প্ল্যাটফর্মের ভিতর  যেতে দিচ্ছেন না রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ফটকের সামনে জীবাণুনাশক স্প্রে থাকলেও সেটা কাউকে ব্যবহার করতে দেখা যায়নি। প্রসঙ্গত, করোনাভাইরাসের কারণে গত ২৬ মার্চ থেকে  রেল স্টেশনের কাউন্টারে টিকিট বিক্রি বন্ধ রাখে বাংলাদেশ রেলওয়ে।

সর্বশেষ খবর