শিরোনাম
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা
শ্রমিক ধর্মঘট

চট্টগ্রাম বন্দরে কনটেইনার পরিবহন বন্ধ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নিয়োগপত্র প্রদানসহ পাঁচ দফা দাবিতে চট্টগ্রামে প্রাইম মুভার ট্রেইলর শ্রমিক ইউনিয়নের ডাকে চলছে কর্মবিরতি। এ কারণে চট্টগ্রাম বন্দর থেকে সব ধরনের কনটেইনার পরিবহন বন্ধ রয়েছে। গতকাল ভোর ৬টায় এ কর্মবিরতি শুরু হয়েছে। এর পর থেকে কোনো প্রাইম মুভার ও ট্রেইলর চলেনি। শ্রমিকদের অন্য দাবিগুলো হলো- শ্রম আইন অনুযায়ী সরকার ঘোষিত ন্যূনতম মজুরি বাস্তবায়ন, বিএসআরএম কর্তৃক বেআইনিভাবে কেটে রাখা টাকা ফেরত প্রদান, কোনোরকম পূর্ব নোটিস ও ঘোষণা ছাড়া কাজ থেকে বিরত না রাখা এবং  বিএসআরএম কর্তৃক আগে ছাঁটাইকৃত ২৩ জন প্রাইম মুভার ট্রেইলর ড্রাইভারকে চাকরিতে পুনর্বহাল। এদিকে প্রাইম মুভার ট্রেইলর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এ বি সিদ্দিক জানান, শ্রমিকদের নিয়োগপত্র প্রদানসহ পাঁচ দফা দাবিতে শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন। এগুলো তাদের ন্যায্য দাবি। এসব দাবি মেনে নিতে মালিকপক্ষের এগিয়ে আসা উচিত।

চট্টগ্রাম বন্দরসূত্রে জানা গেছে, প্রাইম মুভার বন্ধ থাকায় সকাল থেকে আমদানি-রপ্তানি পণ্যবাহী কনটেইনার পরিবহন হচ্ছে না। এর ফলে চট্টগ্রাম বন্দর থেকে আমদানি পণ্যের কনটেইনার ডেলিভারি যেমন বন্ধ রয়েছে, তেমন জাহাজিকরণে রপ্তানি পণ্যের কনটেইনারও অফডক থেকে বন্দরে পাঠানো যাচ্ছে না। উদ্ভূত পরিস্থিতি নিয়ে চট্টগ্রাম বন্দর সচিব মো. ওমর ফারুক জানান, প্রাইম মুভার শ্রমিকদের আকস্মিক এ কর্মবিরতিতে অনেকেই বেকায়দায় পড়েছেন। বিশেষ করে বন্দর দিয়ে আসা আমদানি-রপ্তানি কনটেইনার পরিবহন বন্ধ থাকায় ডেলিভারি বন্ধ আছে। তবে বন্দর অভ্যন্তরে কোনো সমস্যা হচ্ছে না। জাহাজ থেকে কনটেইনার ওঠানো-নামানোসহ অন্যসব কাজ পুরোদমে চালু রয়েছে।

সর্বশেষ খবর