রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

১২ দিন ধরে আমরণ অনশনে মেডিকেল টেকনোলজিস্টরা

নিজস্ব প্রতিবেদক

স্থায়ী নিয়োগের দাবিতে টানা ১২ দিন ধরে আমরণ অনশন করছেন ১৩ জন করোনা স্বেচ্ছাসেবী মেডিকেল টেকনোলজিস্ট। তারা রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের স্বেচ্ছাসেবক। শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার হাসপাতালের সামনে তাদের এই অনশন চলছে। তাদের এই অনশনের ফলে জনগুরুত্বপূর্ণ হাসপাতালটিতে বন্ধ রয়েছে করোনা টেস্টের পিসিআর ল্যাব। পাশাপাশি বন্ধ এক্স-রে, সিটি স্ক্যানসহ সব ধরনের ল্যাব সার্ভিস। এতে বিপাকে পড়েছেন হাসপাতালে ভর্তি থাকা রোগীরা। গত ১ সেপ্টেম্বর থেকে তাদের আমরণ অনশন শুরু হয়। অনশনকারীরা বলছেন, শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের ল্যাবে রাজস্ব খাতের কোনো মেডিকেল টেকনোলজিস্ট কর্মরত নেই। সংসদ সদস্য, ডাক্তার, সচিবসহ সব স্তরের মানুষের করোনাসহ অন্যান্য পরীক্ষা প্রতিষ্ঠানটি নির্ভরতার সঙ্গে করে যাচ্ছে। মহামারী করোনা নির্ণয়ে এ প্রতিষ্ঠানের ১৩ জন স্বেচ্ছাসেবী মেডিকেল টেকনোলজিস্ট তাদের জীবন ও পরিবারের মায়া ত্যাগ করে প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে সরকারকে পূর্ণ সহযোগিতা করে আসছে। প্রসঙ্গত, মেডিকেল টেকনোলজিস্টদের সরকারি রাজস্ব খাতে নিয়োগের জন্য প্রথম ধাপে ১৪৫ জন ও দ্বিতীয় ধাপে ৫৭ জন সর্বমোট ২০২ জন মেডিকেল টেকনোলজিস্টের অনুমোদন দেয়। কিন্তু এর মধ্যে শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের ১৩ জন মেডিকেল টেকনোলজিস্টের নাম নেই।

সর্বশেষ খবর