রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

হোয়াইট হাউস কব্জায় রাখতে ট্রাম্পের নতুন দুই প্রতিশ্রুতি

প্রতিদিন ডেস্ক

হোয়াইট হাউস কব্জায় রাখতে ট্রাম্পের নতুন দুই প্রতিশ্রুতি

হোয়াইট হাউসের আসন ধরে রাখতে ফের প্রতিশ্রুতিই হাতিয়ার করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এবার একসঙ্গে জোড়া প্রতিশ্রুতি দিয়েছেন। বলেছেন, নভেম্বরের ভোটে জিতে এলে প্রথম মাসেই তিনি ইরানের সঙ্গে নতুন চুক্তি করবেন। আর ফিলিস্তিনকে বাগে এনে পশ্চিম এশিয়ায় শান্তি ফেরাবেন। রয়টার্স।

জানা গেছে, আগামী সপ্তাহেই হোয়াইট হাউসে আসছেন সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েলের প্রতিনিধিরা। এখানেই দুই দেশের মধ্যে প্রস্তাবিত শান্তি চুক্তি সই হওয়ার কথা। আগাম এই চুক্তির কথা মাথায় রেখে এরই মধ্যে ২০২১-এর নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পকে মনোনীত করেছেন নরওয়ের পার্লামেন্ট সদস্য টিবরিং জেড্ডে। এ অবস্থায় গত শুক্রবার ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, ‘এই চুক্তি সই হয়ে গেলে দেখবেন পশ্চিম এশিয়ার অনেক দেশই শান্তি চেয়ে আমেরিকার দ্বারস্থ হচ্ছে। অনুদান হিসেবে এতদিন বছরে ৭৫ কোটি ডলার দেওয়া হচ্ছিল ফিলিস্তিনকে। কিন্তু ওরা শান্তি স্থাপনে আগ্রহ দেখাচ্ছিল না বলে সম্প্রতি ওই অনুদান বন্ধ করেছি। চুক্তি হয়ে গেলেই ব্যাপারটা নিয়ে ভাবব।’ ইরানের সঙ্গে নতুন চুক্তির ব্যাপারেও আত্মবিশ্বাসী ট্রাম্প। তার যুক্তি, ‘জিডিপি ২৫ শতাংশেরও বেশি কমে যাওয়া ইরান ধুঁকছে এখন। আমার আশা, আমেরিকার সঙ্গে চুক্তি করে ফের সাফল্যের মুখ দেখবে তেহরান।’

মার্কিন কূটনীতিকদের একাংশ বলছেন, দেশে বাড়তে থাকা বেকারত্ব আর করোনা মোকাবিলায় প্রশাসনিক ব্যর্থতা থেকে ভোটারদের নজর ঘোরাতেই ট্রাম্প এখন ইরান-ইসরায়েলের কথা বলছেন। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সম্পর্কে পর্যবেক্ষকরা বলছেন, জনপ্রিয় রাজনৈতিক সব কর্মসূচিতেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পিছিয়ে আছেন। দেশের অর্থনীতি, অভিবাসন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর আইন, নাগরিক অধিকার এবং আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ এবারের নির্বাচনে প্রধান রাজনৈতিক ইস্যু। প্রেসিডেন্ট ট্রাম্প সুচতুরভাবে এসব রাজনৈতিক বিতর্ককে আড়াল করে নিজেকে সংবাদ শিরোনামে রাখছেন ভিন্ন সব ইস্যু নিয়ে। এভাবে রক্ষণশীলতাকে উসকে দিয়ে আধুনিক পশ্চিমা বিশ্বের রক্ষণশীল রাষ্ট্রনায়ক হতে চান ডোনাল্ড ট্রাম্প। জনমত জরিপে দেখা যায়, যুক্তরাষ্ট্রের অধিকাংশ লোকজন মনে করেন ট্রাম্প করোনাভাইরাস মোকাবিলায় ব্যর্থ হয়েছেন। দুই লাখ মানুষের মৃত্যুর দায় ডোনাল্ড ট্রাম্প না নিলেও কভিড-১৯ এ বহু মৃত্যুর প্রশ্নের জবাব দিয়েই তাকে আবার হোয়াইট হাউসে যেতে হবে।

সর্বশেষ খবর