সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

করোনা-বন্যায় তৎপর আওয়ামী লীগ

-আবু বকর সিদ্দিক

করোনা-বন্যায় তৎপর আওয়ামী লীগ

গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক বাংলাদেশ প্রতিদিনকে বলেছেন, গণমানুষের দল হিসেবে আওয়ামী লীগ  সবসময় জনগণের বিপদে-আপদে তাদের পাশে দাঁড়িয়েছে। করোনাকালে কর্মহীন মানুষের জন্য খাদ্য সহায়তার পাশাপাশি মাস্ক, সাবান, স্যানিটাইজার, অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করা হয়েছে। আবু বকর সিদ্দিক বলেন, করোনা সচেতনতায় মাইকিং ও লিফলেট বিতরণ করা হয়েছে। জেলায় তিন দফা বন্যায় বন্যার্তদের খাদ্য সহায়তা করা হয়েছে। সাত উপজেলায় দলের বিভিন্ন ইউনিট বন্যায় ত্রাণ বিতরণ করেছে। এসব বিতরণে মানুষ অসহায় কিনা তা বিবেচনা করা হয়েছে। কোনো দলীয় পরিচয় বিবেচনা করা হয়নি। অন্যদিকে বিএনপি করোনা বা বন্যায় মানুষের পাশে দাঁড়িয়েছে এমন কিছু আমরা দেখতে পাইনি। কয়েকটি বাম দলের সামান্য কিছু তৎপরতা চোখে পড়েছে। কেন্দ্রীয়ভাবে ঘোষিত কর্মসূচি স্বাস্থ্যবিধি মেনে পালন করা হয়েছে জানিয়ে এই নেতা বলেন, শেখ কামালের জন্মদিন, বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছার জন্মদিন গাইবান্ধা রেল স্টেশন মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে পালন করা হয়েছে। মাসব্যাপী ১৫ আগস্ট শোক দিবসের কর্মসূচি পালন ছাড়াও মুজিববর্ষে জেলার ৮২ উপজেলায় বৃক্ষরোপণ করা হয়। এ ছাড়া ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদ সভা এবং বিভিন্ন ইস্যুতে বিবৃতি প্রদান করা হয়। তিনি বলেন, ২০১৬ সালের ১০ অক্টোবর জেলা আওয়ামী লীগের কমিটি অনুমোদিত হয়। সে হিসাবে কয়েক মাস কমিটি মেয়াদোত্তীর্ণ হলেও করোনা পরিস্থিতির কারণে কাউন্সিল অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা যায়নি। এ ছাড়া শ্রমিক লীগ, কৃষক লীগসহ কয়েকটি সহযোগী সংগঠনের মেয়াদ শেষ হলেও করোনার কারণে সম্মেলনের প্রস্তুতি গ্রহণ করা যায়নি। দলের জেলা সভাপতি সৈয়দ শামস উল আলম হিরু চিকিৎসার জন্য গত মার্চ মাসে আমেরিকা গিয়ে করোনা পরিস্থিতিতে আটকে পড়লেও দলীয় কার্যক্রম সচল আছে। দলে নেতৃত্বের প্রতিযোগিতা থাকলেও কোনো বিভাজন নেই বলে জানান তিনি। তবে কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা বলেন, বিভিন্ন দল থেকে আওয়ামী লীগে আসা সুবিধাবাদী কিছু নেতা দলের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। এ বিষয়ে কেন্দ্রের হস্তক্ষেপ প্রয়োজন বলে তারা জানান।

সর্বশেষ খবর