সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

করোনা নিয়ে তামাশা করছে আওয়ামী লীগ

-মাহামুদুন্নবী টিটুল

করোনা নিয়ে তামাশা করছে আওয়ামী লীগ

গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল বলেছেন, করোনা নিয়ে আওয়ামী লীগ সারা দেশে তামাশা করছে। তাদের স্বাস্থ্যমন্ত্রী উদ্ভট সব কথাবার্তা বলছেন। করোনা পরীক্ষা ও চিকিৎসায় এলোমেলো অবস্থা। হিসাবের বাইরেও প্রতিদিন অনেক মানুষ করোনায় মারা যাচ্ছেন। তিনি বলেন, জেলায় করোনা ও বন্যায় আওয়ামী লীগ নিজ দলের লোকজনকে কিছু সহায়তা করেছে। সাধারণ মানুষকে তারা কিছুই দেয়নি। ত্রাণের নামে সারা দেশে তারা লুটপাট চালাচ্ছে। বিএনপি সীমিত সামর্থ্যে খাদ্য ও চিকিৎসা সহায়তা নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। কেন্দ্রের নির্দেশে দলীয় কার্যক্রম করোনার কারণে স্থগিত আছে জানিয়ে টিটুল বলেন, স্বাস্থ্যবিধি মেনে দলের প্রতিষ্ঠাবার্ষিকী দলীয় কার্যালয়ে দোয়া মাহফিলের মাধ্যমে সম্পন্ন করা হয়েছে। করোনায় সাত টন চাল সহায়তা হিসেবে বিতরণ করা হয়েছে। বন্যার্তদের মাঝেও কিছু খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। এ ছাড়া আট সদস্যের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল দিয়ে জেলার সুন্দরগঞ্জ উপজেলার বেলকায় ফ্রি চিকিৎসা ক্যাম্প করা হয়েছে। তিনি বলেন, বিভিন্ন মামলায় দলের নেতা-কর্মীদের জড়িয়ে দলকে প্রাণহীন করতে চাইছে সরকার। তা সত্ত্বেও কর্মীরা তৎপর আছে জেলা কার্যালয়ে তাদের নিয়মিত উপস্থিতি আছে। জেলা কমিটি এখনো মেয়াদোত্তীর্ণ না হলেও অনেক সহযোগী সংগঠন মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। কিন্তু করোনার কারণে কাউন্সিল করা যাচ্ছে না। যে কোনো সময়ের চেয়ে জেলা বিএনপি এখন সংঘবদ্ধ এবং এখানে কোনো দলাদলি নেই বলে মনে করেন এই নেতা।

সর্বশেষ খবর