মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

মানব পাচারে জামিন পাননি হাজী কামাল

ইভানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক

লিবিয়ায় ২৬ বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় মানব পাচার চক্রের অন্যতম হোতা কামাল হোসেন ওরফে হাজী কামালকে (৫৫) জামিন দেয়নি হাই কোর্ট। গতকাল বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. বদরুজ্জমানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চ তার আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেয়। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ। আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী গোলাম কিবরিয়া। এদিকে দুবাইয়ে নারী পাচারের অভিযোগে  গ্রেফতার নৃত্যশিল্পী ইভান শাহরিয়ার সোহাগের অপকর্মের সঙ্গে বরিশালের শিল্পীরা জড়িত নন বলে দাবি করা হয়েছে সংবাদ সম্মেলনে। ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ বলেন, ২৮ মে লিবিয়ার মিজদাহ শহরে ইউরোপে অভিবাসনপ্রত্যাশী ২৬ বাংলাদেশি ও কিছু সুদানি মানব পাচারকারীদের হাতে হত্যার শিকার হন। আসামি হাজী কামাল প্রথমে খিলগাঁওয়ের নন্দীপাড়ার গোলারবাড়ী মসজিদগলির দুলালের বাড়ির ষষ্ঠতলায় ভাড়া থাকতেন। এখানে লোকজনকে জড়ো করতেন। তাদের ভারত হয়ে দুবাই, মিসর থেকে পরবর্তী পর্যায়ে লিবিয়ায় পাঠানো হতো। তিনি বলেন, ইউরোপ-ইতালি পাঠানোর নাম করে তাদের আটকিয়ে নির্যাতন করা হতো। ভিডিও ধারণ করে আত্মীয়স্বজনের কাছ থেকে আদায় করা হতো আট-দশ লাখ টাকা। সুদানি কয়েকজন এ রকম অত্যাচারের শিকার হয়ে লিবিয়ার মাফিয়া চক্রের একজনকে হত্যা করেন। এরপর লিবিয়ার মাফিয়া চক্র এসে সুদানিসহ বাংলাদেশিদের হত্যা করে। পরে ঢাকায় মামলা হয়। ১ জুন ভোরে র‌্যাব-৩-এর একটি দল গুলশান থানাধীন শাহজাদপুরের বরইতলা বাজার খিলবাড়ীরটেক এলাকা থেকে হাজী কামালকে আটক করে। বরিশালের শিল্পীদের সংবাদ সম্মেলন : দুবাইয়ে নারী পাচারের অভিযোগে গ্রেফতার নৃত্যশিল্পী ইভান শাহরিয়ার সোহাগের অপকর্মের সঙ্গে বরিশালের শিল্পীরা জড়িত নন বলে দাবি করা হয়েছে। গতকাল বরিশাল রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। লিখিত বক্তব্যে স্থানীয় নৃত্যশিল্পী মুরাদুজ্জামান খান অভিযোগ করেন, ঢাকায় নৃত্যশিল্পী সোহাগ গ্রেফতারের পর বরিশালের স্থানীয় একটি অনলাইন পোর্টালে তাকেসহ কয়েকজন শিল্পীকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ করা হয়েছে। ইভান শাহরিয়ার সোহাগ বরিশালের বাসিন্দা হওয়ায় তার সঙ্গে এখানকার সাংস্কৃতিক অঙ্গনের অনেকের সুসম্পর্ক ও সখ্য থাকতে পারে। তাই বলে সোহাগের কোনো অন্যায় কাজের সঙ্গে বরিশালের শিল্পীরা জড়িত নন।

অহেতুক হয়রানির হাত থেকে মুক্তি পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন তারা। এ সময় সাংস্কৃতিক অঙ্গনের অনেকে উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর