মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

মানুষের পাশে দাঁড়ানোকে গুরুত্ব দেওয়া হয়েছে

-ওয়ারেছ আলী মামুন

মানুষের পাশে দাঁড়ানোকে গুরুত্ব দেওয়া হয়েছে

জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেছেন, মানুষের পাশে দাঁড়ানোও রাজনীতির অংশ। করোনা একটি মহামারী। তাই এ বিষয়টি মাথায় রেখে সাংগঠনিক কর্মকান্ড সীমিত করে দুর্যোগকালে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা, জীবাণুনাশক বিতরণ, কর্মহীন অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এসব কার্যক্রমের মাধ্যমে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ রাখা এবং মানুষের পাশে দাঁড়ানোকে আমরা রাজনৈতিক গুরুত্ব দিয়েছি। পাশাপাশি সীমিত আকারে বিভিন্ন দিবস উদযাপনের মাধ্যমে দলকে সুসংগঠিত করার চেষ্টা করা হয়েছে। তিনি বলেন, করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে ব্যাপক আকারে দলকে ঢেলে সাজানোর প্রস্তুতি চলছে। করোনা পরিস্থিতির মধ্যেও ছাত্রদলের বিভিন্ন মেয়াদোত্তীর্ণ কমিটি পুনঃগঠনের কাজ চলছে। এ ছাড়াও সামনে একটি সুন্দর সময়োপযোগী দল গঠনের প্রস্তুতির কাজও চলছে।

সর্বশেষ খবর