মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

বড় দুই দল মানুষের পাশে থাকার চেষ্টা করেছে

-ইউসুফ আলী

বড় দুই দল মানুষের পাশে থাকার চেষ্টা করেছে

জামালপুর জেলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)-এর সাধারণ সম্পাদক ইউসুফ আলী বলেছেন, জামালপুরে বড় দুই রাজনৈতিক দলই করোনাকালে মানুষের পাশে দাঁড়ানোর জন্য যথাসাধ্য চেষ্টা করেছে। তবে আওয়ামী লীগে কোনো কোন্দল না থাকায় সাংগঠনিকভাবে সাতটি উপজেলাতে তাদের ভূমিকা ছিল চোখে পড়ার মতো। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম করোনা সংকটকালে জীবনের ঝুঁকি নিয়ে দলীয় এবং ব্যক্তিগতভাবে বহুকর্মহীন ত্রাণ সহায়তার পাশাপাশি বিভিন্ন সমস্যায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। এ ছাড়া আরও কয়েকজন আওয়ামী লীগ নেতা দলের মাধ্যমে সহায়তার পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগেও ব্যাপকভাবে মানুষকে ত্রাণ সহায়তা করেছেন। বিশেষ করে জামালপুর পৌর এলাকার ১২টি ওয়ার্ডে নিম্ন আয়ের মানুষের মাঝে ত্রাণ সহায়তার উদ্যোগটি প্রশংসিত হয়েছে। তিনি বলেন, জামালপুরের মানুষের দ্রুত করোনা পরীক্ষার সুবিধার্থে দেড় কোটি টাকা ব্যয়ে পিসিআর ল্যাব স্থাপন করা হয়। অপরদিকে দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে থাকা দ্বিধাবিভক্ত বিএনপি করোনাকালে নিম্ন আয়ের মানুষকে যথাসাধ্য সহায়তা করার চেষ্টা করেছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো. ওয়ারেছ আলী মামুনের নেতৃত্বে ত্রাণ সহায়তা ও জনসচেতনতা কার্যক্রম দেখা গেলেও অপর গ্রুপের নেতাদের কোনো তৎপরতা চোখে পড়েনি। তবে করোনা সংকটের মধ্যে জামালপুরে দীর্ঘস্থায়ী বন্যায় দুই দলই আরও বেশি মানুষের কাছে ত্রাণ সহায়তা নিয়ে যেতে পারত।

সর্বশেষ খবর