মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

কুষ্টিয়ায় সাবেক স্বামীর ছোড়া অ্যাসিডে ঝলসে গেলেন মা-মেয়ে

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারায় সাবেক স্বামীর ছোড়া অ্যাসিডে ঝলসে গেছেন এক নারী ও তার মা। রবিবার সন্ধ্যা ৭টায় উপজেলার গোলাপনগর গ্রামে এই ঘটনা ঘটে। আহত বেবি খাতুন (৬৫) ও মেয়ে মিনা খাতুনকে (৩০) ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মিনা খাতুনের চাচাতো ভাই বাবর আলী জানান, দুই বছর আগে বাহাদুরপুর গ্রামের মোক্তার আলীর ছেলে রিন্টু আলীর সঙ্গে মিনা খাতুনের বিয়ে হয়। তাদের বনিবনা না হওয়ায় এক বছর আগে পারিবারিকভাবে বিচ্ছেদ হয়। এরপর থেকে রিন্টু বিভিন্ন সময় মিনাকে উত্ত্যক্ত করত। গত রবিবার সন্ধ্যার পরে রিন্টু আলী সাবেক স্ত্রী মিনাকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করে। এ সময় মিনার মা বেবি খাতুন বাধা দিলে রিন্টু তরল জাতীয় কিছু তাদের দিকে ছুড়ে মারে। তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. নুরুল আমিন জানান, হাসপাতালে ভর্তি ওই দুই নারীর শরীরে অ্যাসিড জাতীয় কিছু নিক্ষেপ করা হয়েছে। নমুনা সংগ্রহ করে ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হবে। তিনি জানান, মা ও মেয়েকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং তারা এখন সুস্থ আছেন। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জালাল জানান, ‘আমরা মৌখিকভাবে অভিযোগ পেয়েছি। এ ঘটনার সঙ্গে মিনা খাতুনের সাবেক স্বামী জড়িত বলে তারা জানিয়েছে। এখনো মামলা হয়নি তবে মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান। পুলিশ অভিযুক্ত রিন্টু আলীকে ধরতে অভিযানে নেমেছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

সর্বশেষ খবর