বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

চট্টগ্রাম চিড়িয়াখানায় বিরল সাদা বাঘিনি

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

চট্টগ্রাম চিড়িয়াখানায় বিরল সাদা বাঘিনি

চট্টগ্রাম চিড়িয়াখানায় বাবা ‘রাজ’ ও মা ‘পরী’র পরম মমতায় বড় হচ্ছে দেশে জন্ম নেওয়া বিরল সাদা বাঘিনি। ২৬ মাস বয়সী ‘শুভ্রা’ নামের বাঘিনির শরীর বেশ হৃষ্টপুষ্ট। চোখ কান নাক সবই সাদা। পুরো শরীরে সাদার মধ্যে কালো ডোরাকাটা বাঘিনিটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। দেখতে অনেকটা বিড়ালের মতো হলেও খাবার দিলেই রয়েল বেঙ্গল টাইগারের মতো গর্জন দিয়ে ছুটে যাচ্ছে। শুভ্রার প্রধান খাবার গরুর মাংস ও জীবিত দেশি মোরগ। চট্টগ্রাম চিড়িয়াখানার অন্যতম আকর্ষণ এ সাদা বাঘিনিটি।

জানা যায়, ২০১৬ সালের ৯ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকা থেকে ৩৩ লাখ টাকায় দুটি রয়েল বেঙ্গল টাইগার আনা হয়। এদের নাম দেওয়া হয় রাজ ও পরী। ২০১৮ সালের ১৯ জুলাই রাজ-পরীর ঘরে জন্ম নেয় দেশের প্রথম সাদা বাঘশাবক ‘শুভ্রা’। এটি দেশে জন্ম নেওয়া প্রথম সাদা বাঘিনি। পরে গাজীপুর সাফারি পার্কেও সাদা বাঘিনি জন্ম নেয়। বন্যপ্রাণী ও বাঘ বিশেষজ্ঞদের মতে জন্ম নেওয়া প্রতি ১০ হাজার বাঘের মধ্যে একটি সাদা রঙের হয়ে থাকে। শ্বেতি রোগ ও জিনগত কারণে প্রাণী সাদা রঙের হতে পারে। মানুষের মতো বাঘেরও শ্বেতি রোগ হয়। জিনগত কারণেই সাদা রং ও ডোরাকাটা দাগ হয়ে থাকে। অন্যান্য বাঘের লোম কমলা বা বাদামি রঙের হয়। রয়েল বেঙ্গল ও সাদা বাঘের তুলনা হলো সাদা বাঘ তুলনামূলকভাবে দ্রুত বৃদ্ধি পায়। তাদের ওজনও হয় বেশি। জন্মের সময়ও তারা আকারে তুলনামূলক কিছুটা বড় থাকে। মাত্র দুই থেকে তিন বছর বয়সে সাদা বাঘ প্রাপ্তবয়স্ক হয়ে যায়। বৈশিষ্ট্যগতভাবে অন্য পশু-পাখির চেয়ে এটি ব্যতিক্রম। তাই শুভ্রার খাবার তালিকাটিও স্পেশাল। শুভ্রার প্রতিদিনের খাবার মেন্যুতে থাকে গরুর মাংস ও জীবিত দেশি মোরগ। বেশি পছন্দ তাজা হৃৎপিন্ড ও কলিজা। প্রতি মাসে তার খাবার বাবদ খরচ হয় প্রায় ৬০ হাজার টাকা। চিড়িয়াখানার সদস্যসচিব মো. রুহুল আমীন বলেন, ‘চিড়িয়াখানার টিকিট বিক্রির অর্থে দক্ষিণ আফ্রিকা থেকে দুটি বাঘ-বাঘিনি আনা হয়। তাদের ঘরে জন্ম নেয় দেশের প্রথম সাদা বাঘশাবক। সবার ভালোবাসা ও মমতায় আস্তে আস্তে বেড়ে উঠছে শুভ্রা। প্রতিদিন পছন্দের ও পর্যাপ্ত খাবার পাওয়ায় অল্প বয়সে বেশ হৃষ্টপুষ্ট হয়েছে। শারীরিক বৃদ্ধির জন্য প্রয়োজন হওয়ায় তাকে প্রতিদিন তাজা গরুর মাংস, জীবিত মোরগ, পছন্দের তাজা হৃৎপিন্ড ও কলিজা দেওয়া হয়। ফলে খুবই আকর্ষণীয় হয়ে উঠেছে বিরল বাঘশাবকটি।’

সর্বশেষ খবর