বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

মানুষের পাশে আওয়ামী লীগ

-গোলাম মহীউদ্দীন

মানুষের পাশে আওয়ামী লীগ

মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন বাংলাদেশ প্রতিদিনকে বলেছেন, মানিকগঞ্জ জেলার তিনটি উপজেলাই ভাঙন কবলিত এলাকা। একদিকে করোনা মহামারী অন্যদিকে বন্যা ও নদী ভাঙন লোকজনকে দিশাহারা করে ফেলেছে। তাদের পাশে দাঁড়ানোই আমাদের মূল দায়িত্ব। তাই এই মুহূর্তে রাজনীতির কথা না ভেবে তাদের পাশে দাঁড়িয়েছি। তিনি বলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে করোনায় কর্মহীনদের খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। বন্যার্তদের মাঝেও খাদ্য সহায়তা দেওয়া হয়। শুধু আওয়ামী লীগ নয়, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনগুলো ত্রাণসামগ্রী নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। তিনি আরও বলেন, করোনা ও বন্যার কারণে রাজনীতিতে স্থবিরতা দেখা দিয়েছে। বন্যা সমস্যা কেটে গেলে করোনা নিয়ন্ত্রণে এলেই রাজনীতি সচল হবে। বর্তমানে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন নিয়ে ভাবা হচ্ছে। দলে কোনো বিভেদ নেই। সব ধরনের প্রস্তুতি নেওয়া আছে। কেন্দ্রীয় নির্দেশনা পেলেই মূল দলসহ মেয়াদোত্তীর্ণ সব অঙ্গসংগঠনের কমিটি গঠনে পদক্ষেপ নেওয়া হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর