বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

ত্রাণ বিতরণ নিয়ে রাজনীতি হয়েছে

-আজহারুল ইসলাম আরজু

ত্রাণ বিতরণ নিয়ে রাজনীতি হয়েছে

ধলেশ্বরী নদী বাঁচাও আন্দোলনের আহ্বায়ক, বাংলাদেশ কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আজহারুল ইসলাম আরজু বলেছেন, করোনা আতঙ্কে মানুষ যখন ঘরে বন্দী, সেই সুযোগে সরকারি দলের কিছু নেতা-কর্মী লুটপাট করে নিজের ভাগ্য বদল করেছে। এ সময়ে বিএনপিও ঘরে বসে আছে। তারা মানুষের পাশে এসে সেভাবে দাঁড়ায়নি। মানুষের দুর্বলতাকে পুঁজি করে ত্রাণ বিতরণ নিয়ে রাজনীতি হয়েছে। এমনও দেখা গেছে একটি প্যাকেট দশ-পনেরোজন ধরে ফটোসেশন করছে। তাদের কাছে সহযোগিতার চেয়ে প্রচার করাই ছিল  মূল উদ্দেশ্য। তিনি বলেন, এই মহাদুর্যোগের সময় থেমে নেই লুটপাট। সরকারি চাল চুরির অপরাধে অনেক চেয়ারম্যান, মেম্বার জেল খেটেছে। দুর্নীতির দায়ে অনেক চেয়ারম্যান মেম্বারকে অপসারণ করা হয়েছে। তবুও থেমে নেই লুটপাট। তিনি বলেন, এমপি থেকে শুরু করে চেয়ারম্যান মেম্বার পর্যন্ত বেশিরভাগ প্রতিনিধিই বিনাভোটে নির্বাচিত। শুধু অনির্বাচিত প্রতিনিধি হওয়ার কারণেই লুটপাটের মহাউৎসব চলছে। জবাবদিহিতা নেই কোথাও। মানুষ তাদের ভোটাধিকার ফেরত চায়। মন্ত্রীর এলাকায় করোনা পরীক্ষা করার ব্যবস্থা নেই, এটা আমাদের জন্য লজ্জার। আমরা অবহেলিত, নির্যাতিত মানুষের জন্য কাজ করি। আমরা মানুষের অধিকার আদায়ে মাঠে আছি এবং থাকব।

সর্বশেষ খবর