বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

আজ শুভ মহালয়া

জয়শ্রী ভাদুড়ী

আজ শুভ মহালয়া

আজ শুভ মহালয়া। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের আগমনী সুর বাজবে আজ থেকে। সূর্যের প্রথম আলোকরশ্মি শিশিরবিন্দু স্পর্শ করার আগেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের উদাত্ত কণ্ঠে চন্ডীপাঠের মধ্যে আবাহন হবে দেবীর। দরাজ গলায় ভেসে আসবে ‘আশ্বিনের শারদপ্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জীর; ধরণির বহিরাকাশে অন্তরিত মেঘমালা...’। মহালয়ার মধ্য দিয়ে দেবীপক্ষের সূচনা হয়। কিন্তু এবার আর ছয় দিন নয়, মহালয়ার ৩৫ দিন পর হবে দুর্গাপূজা। ‘শারদীয়া’ উৎসব হলেও এবার তা হবে ‘হৈমন্তিক’। এবার দেবীর আগমন ঘটবে ‘দোলায়’। শাস্ত্রমতে, দোলায় আগমনের অর্থ পৃথিবীতে মড়ক দেখা দিতে পারে। রোগ, প্রাকৃতিক দুর্যোগ কিংবা হানাহানিতে প্রাণহানির ঘটনা ঘটতে পারে। দেবী গমন করবেন ‘গজে’। এর অর্থ শস্য-শ্যামলায় ভরে উঠবে পৃথিবী। বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জি বাংলাদেশ প্রতিদিনকে বলেছেন, ‘রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সকাল ৬টায় মহালয়ার অনুষ্ঠান শুরু হবে। চন্ডীপাঠ দিয়ে শুরু হবে দেবীর আবাহন। এ সময় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকায় ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাশ। সকাল ৯টায় পূজার মধ্য দিয়ে শেষ হবে মহালয়ার আনুষ্ঠানিকতা। এ বছর সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।’

সনাতন সমাজ কল্যাণ সংঘের সভাপতি সমীর চন্দ্র বলেছেন, ‘রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট প্রাঙ্গণে মহালয়া উদ্যাপনের আয়োজন করা হয়েছে। ভোর ৫টায় “তিলতর্পণ” অনুষ্ঠানের মধ্য দিয়ে মহালয়ার আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর সকাল ৭টায় চ-ীপাঠ শুরু হয়ে ৯টা পর্যন্ত চলবে। মহামারী করোনাভাইরাসের কারণে এ বছর নিয়ম রক্ষার্থে সব অনুষ্ঠান আলোকসজ্জায় হবে। তবে সীমিত পরিসরে।’ গুলশান-বনানী সর্বজনীন পূজা ফাউন্ডেশনের মিডিয়া কনভেনর সন্তোষ শর্মা বলেছেন, ‘ভোর ৫টায় চন্ডীপাঠের মধ্য দিয়ে মহালয়ার অনুষ্ঠান শুরু হবে। এরপর মহিষাসুর বধ গীতিনাট্যের আয়োজন করা হয়েছে। স্বাস্থ্যবিধি বজায় রেখে সীমিত পরিসরে মহালয়া উদ্যাপন হবে।’ পঞ্জিকামতে, মহালয়ার এক মাস পর দুর্গাপূজা অনুষ্ঠানের কারণ হলো এবার দুটি অমাবস্যাই একই মাসে পড়েছে। এজন্য পূজা এক মাস পিছিয়ে আশ্বিনের জায়গায় কার্তিকে হবে। শাস্ত্রমতে, একই মাসে দুটি অমাবস্যা থাকলে তাকে ‘মল মাস’ বলে। মল মাসে কোনো পূজা হয় না। তাই এ বছর দেবী দুর্গা ধরণিতে আসছেন কার্তিক মাসে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর