বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

মানুষের পাশে ছিল আওয়ামী লীগ

-নির্মল কৃষ্ণ সাহা

মানুষের পাশে ছিল আওয়ামী লীগ

নওগাঁ জেলা আওয়ামী লীগের সহসভাপতি নির্মল কৃষ্ণ সাহা বলেছেন, করোনাকালে নওগাঁ আওয়ামী লীগ সাধারণ মানুষের পাশে ছিল। আমরা অসহায়, দুস্থসহ সব সাধারণ মানুষের বাড়িতে পৌঁছে দিচ্ছি প্রধানমন্ত্রীর দেওয়া ত্রাণ। স্থানীয় এমপি ব্যারিস্টার নিজাম উদ্দীন জলিল জন ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপিসহ দলের অনেক নেতা নিজ নিজ তহবিল থেকে ত্রাণসামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন। বাংলাদেশ প্রতিদিনকে তিনি আরও বলেন, এ সময় ছাত্রলীগের সৈনিকরা বোরো ধান কেটে কৃষকের ঘরে তুলে দিয়েছে। মহিলা ও যুবমহিলা লীগ করোনা প্রতিরোধে জীবাণুনাশক স্প্রে করেছে। তিনি বলেন, দেশের প্রথম নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের এমপি ও সাবেক হুইপ শহীদুজ্জামান সরকার করোনাভাইরাসে আক্রান্ত হন। এরপর নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপি ছলিম উদ্দীন তরফদার করোনায় আক্রান্ত হন। আর নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনের এমপি ইসরাফিল আলম করোনা আক্রান্ত হয়ে মারা যান। তিনি আরও বলেন, আওয়ামী লীগ সব সময় মানুষের পাশে রয়েছে আর মানুষের পাশে থাকবে। আমাদের দল ক্ষমতায় থাকায় জনগণের প্রতি আমাদের দায়িত্বটাই বেশি। জেলার ১১টি উপজেলায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও কৃষক লীগসহ সব অঙ্গসংগঠন করোনা পরিস্থিতি মোকাবিলায় প্রতিনিয়ত কাজ করেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর