বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

বড় দুই দলই মানুষের জন্য কাজ করেছে

-ডি এম আবদুল বারী

বড় দুই দলই মানুষের জন্য কাজ করেছে

নওগাঁর সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও একুশে পরিষদের সভাপতি অ্যাডভোকেট ডি এম আবদুল বারী বলেছেন, করোনা সংকটে আওয়ামী লীগ ও বিএনপি নিজ নিজ অবস্থানে থেকে সাধারণ মানুষের জন্য কাজ করেছে। নওগাঁর বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, এনজিও ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো করোনায় সাধারণ মানুষের পাশে ছিল। বাংলাদেশ প্রতিদিনকে তিনি বলেন, একুশে পরিষদ নওগাঁ একটি সামাজিক- সাংস্কৃতিক সংগঠন হিসেবে করোনা মোকাবিলায় শহর গ্রামগঞ্জ ও হাট-বাজারে ব্যাপক লিফলেট বিতরণ করে। হঠাৎ করে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারের দাম বেড়ে যাওয়ায় নিজেদের উদ্যোগে তৈরি করে সাধারণ মানুষের মাঝে বিতরণ করেছে। সেই সঙ্গে নিজ তহবিল থেকে বেকার, অসহায়, নিরুপায়, দরিদ্র, নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের মাঝে ত্রাণসামগ্রী ঘরে ঘরে পৌঁছে দিয়েছে। এ ছাড়া অন্যান্য সামাজিক সাংস্কৃতিক সংগঠন, এনজিও ও স্বেচ্ছাসেবী সংগঠনসমূহ করোনা ভাইরাস প্রতিরোধে কাজ করেছে। তিনি আরও বলেন, করোনাকালে সাধারণ মানুষ অনেক কষ্টে আছে। অনেকের আয় কমে গেছে। অনেকে কর্মহীন হয়ে পড়েছে। সুষ্ঠু পরিকল্পনা করে সরকারি উদ্যোগ ও নিয়ন্ত্রণে, রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক, এনজিওসহ অন্যান্য সংগঠন ক্ষেত্র বিশেষে ব্যক্তি জনপ্রতিনিধি নিয়ে এসব মানুষের পাশে দাঁড়ানো উচিত।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর