বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

যেসব অঙ্গরাজ্যে বেশি জোর দিচ্ছেন ট্রাম্প-বাইডেন

সাইফ ইমন

যেসব অঙ্গরাজ্যে বেশি জোর দিচ্ছেন ট্রাম্প-বাইডেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাটিক দলের প্রার্থী জো বাইডেন উভয়ই প্রচারের ক্ষেত্রে ডিজিটাল প্ল্যাটফরমকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছেন। তাই এবার ফল নির্ধারণের জন্য তাকাতে হবে টেলিভিশনসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফরমে বিজ্ঞাপনের পেছনে কোন অঙ্গরাজ্যে কে কত অর্থ ব্যয় করছেন সেদিকে।

এ বিবেচনায় ছয়টি অঙ্গরাজ্যের নামই উঠে আসছে। এগুলো হচ্ছে- ফ্লোরিডা, পেনসিলভেনিয়া, নর্থ ক্যারোলাইনা, মিশিগান, উইসকনসিন ও অ্যারিজোনা। এই ছয় অঙ্গরাজ্যের টিভি চ্যানেলগুলোর বিজ্ঞাপন থেকে আসা অর্থের বড় অংশই এখন আসছে দুই দলের প্রচার তহবিল থেকে। বিজ্ঞাপন-সংক্রান্ত গবেষণা প্রতিষ্ঠান অ্যাডভার্টাইজিং অ্যানালাইটিকসের তথ্য অনুযায়ী, ১১ সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রের ১৪টি অঙ্গরাজ্যে টিভি বিজ্ঞাপন বাবদ দুই প্রার্থী ৭০ কোটি ডলার ব্যয় করেছেন। এর ৮৫ শতাংশই গেছে এই ছয়টি অঙ্গরাজ্যে। অর্থ ব্যয়ের দিক থেকে এগিয়ে রয়েছে ডেমোক্র্যাটিক দল। জো বাইডেন ও তার সমর্থক গোষ্ঠী এই ছয় অঙ্গরাজ্যে তাদের প্রচার তহবিলের প্রায় ৯০ শতাংশ ব্যয় করছে। আর ট্রাম্প শিবির ব্যয় করছে তাদের তহবিলের ৭৮ শতাংশ। এদিকে ওহাইও ও আইওয়ার পাশাপাশি ট্রাম্প মনোযোগ দিচ্ছেন মিনেসোটা, নিউ হ্যাম্পশায়ার ও নেভাদার দিকেও। এই তিন অঙ্গরাজ্যে ২০১৬ সালে হিলারি ক্লিনটন জয়ী হয়েছিলেন। তাই এখানে নজর বেশি দিচ্ছেন ট্রাম্প। অঙ্গরাজ্য তিনটিতে এখন পর্যন্ত বাইডেন শিবির ব্যয় করেছে ১ কোটি ৯০ লাখ ডলার। আর ট্রাম্প শিবির ব্যয় করেছে ৩ কোটি ১০ লাখ ডলার। নিশ্চিতভাবেই ডেমোক্র্যাটদের কাছ থেকে অঙ্গরাজ্য তিনটি ছিনিয়ে নিতে চাইছেন ট্রাম্প। আবার গণমাধ্যমের তথ্য অনুযায়ী কলোরাডোয় ট্রাম্প একেবারেই কোনো অর্থ ব্যয় করেননি। অন্যদিকে জর্জিয়ায় বাইডেন ও তার সমর্থক গোষ্ঠী ব্যয় করেছেন সাকল্যে ৫০ হাজার ডলার। বিপরীতে ট্রাম্প ব্যয় করেছেন ১ কোটি ২৮ লাখ ডলার। তবে আগামী মাস থেকে এখানে বাইডেন শিবির অর্থ ঢালা শুরু করবে বলে জানা গেছে। এ জন্য তারা ৩ কোটি ৯০ লাখ ডলার বরাদ্দ রেখেছে।

সর্বশেষ খবর