বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা
লঞ্চের কেবিনে নারী হত্যা

স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন মনিরুজ্জামান

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ঢাকা থেকে বরিশালগামী এমভি পারাবত-১১ লঞ্চের কেবিনে জান্নাতুল ফেরদৌসী লাবণী নামে এক নারীকে শ্বাসরোধ করে হত্যার দায় স্বীকার করেছে তার স্বামী পরিচয়দানকারী অভিযুক্ত মো. মনিরুজ্জামান। পিবিআই’র হাতে গ্রেফতার মনিরুজ্জামানকে গতকাল বিকালে বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক মো. আনিছুর রহমানের কাছে লাবণী হত্যায় দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় সে। জবানবন্দি শেষে তাকে কারাগারে প্রেরণ করা হয়।

গত সোমবার ভোরে বরিশাল নদী বন্দরে আসা ওই লঞ্চের ৩৯১ নম্বর কেবিন থেকে জান্নাতুল ফেরদৌসী লাবণী নামে এক নারীর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পরদিন মঙ্গলবার রাতে ঢাকার মিরপুর থেকে মো. মনিরুজ্জামানকে গ্রেফতার করে পিবিআই। আদালতে দেওয়া জবানবন্দিতে মনিরুজ্জামান জানায়, লাবনীর সঙ্গে তার গোপনে বিয়ে হয়েছে। তারা লঞ্চযোগে বরিশাল বেড়াতে এসেছিলেন। রবিবার রাতে লঞ্চের কেবিনে উভয়ের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে গলায় ওড়না পেঁচিয়ে লাবনীকে শ্বাসরোধ করে হত্যা করে সে। সোমবার ভোরে লঞ্চটি বরিশাল নদী বন্দরে নোঙর করার পর বাসযোগে ঢাকায় চলে যায় মনিরুজ্জামান।

সর্বশেষ খবর