শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

নিজের পকেটের টাকায় মানুষের সেবায় বিএনপি

-ফরহাদ হোসেন আজাদ

নিজের পকেটের টাকায় মানুষের সেবায় বিএনপি

পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ বাংলাদেশ প্রতিদিনকে বলেছেন,  মানুষের ভোটাধিকার চুরি করে ক্ষমতায় যাওয়া আওয়ামী লীগ সরকারি তহবিলে সংরক্ষিত জনগণের টাকা দিয়েই মানুষকে সহায়তা দিয়েছে। কিন্তু তারেক জিয়ার নির্দেশে  বিএনপি নেতা- কর্মীরা নিজেদের পকেটের টাকা দিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। পঞ্চগড়ের দুটি আসনে প্রায় ৩০ হাজার

দরিদ্র পরিবারকে বিএনপির পক্ষ থেকে সহায়তা দেওয়া হয়েছে।  সরকারি বাধা সত্ত্বেও করোনাকালে সীমিত আকারে দলীয় কর্মসূচি পালন করা হচ্ছে। তিনি বলেন, আমরা মনে করি এই মুহূর্তে মানবতার সেবাই জরুরি। তাই কাউন্সিলের কার্যক্রম স্থগিত করা হয়েছে। তবে ছাত্রদল এবং যুবদল তাদের সাংগঠনিক ভিত্তিকে জোরালো করার জন্য কাজ করছে। তিনি বলেন, আমাদের অনেক নেতা-কর্মী করোনায় আক্রান্ত হয়েছে। দলীয়ভাবে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য নেতা-কর্মীরা তৈরি হচ্ছে। করোনার প্রভাবে দেশে অর্থনৈতিক এবং সামাজিক অবক্ষয় শুরু হয়েছে। এই অবক্ষয় থেকে মুক্তি পেতে হলে গণতন্ত্র প্রয়োজন। গণতন্ত্র প্রতিষ্ঠা না হলে করোনার প্রভাবে যে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তাদের উন্নয়ন সম্ভব নয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর