শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

আত্মপ্রচারে আওয়ামী লীগ ও বিএনপি নেতারা

-আরিফুল ইসলাম পল্লব

আত্মপ্রচারে আওয়ামী লীগ ও বিএনপি নেতারা

পঞ্চগড় সাহিত্য সংসদের সভাপতি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আরিফুল ইসলাম পল্লব বলেছেন, কভিড-১৯ এর প্রভাবে এই জেলার দরিদ্র মানুষের পাশে আওয়ামী লীগ ও বিএনপি দাঁড়িয়েছে। আওয়ামী লীগ ঘরে ঘরে খাদ্য সহায়তা ছাড়াও অর্থনৈতিকভাবে ভেঙেপড়া পরিবারগুলোকে নগদ টাকাও সহায়তা দিয়েছে। কিন্তু এ ক্ষেত্রে কিছু নেতা-কর্মী আত্মপ্রচারটাই বেশি করেছে। দলীয় সহায়তাকে নিজেদের           সহায়তা হিসেবে প্রচার করেছে অনেকে। তিনি বলেন, আওয়ামী লীগ অনেক বড় দল। বেশ কয়েকটা মেয়াদ তারা ক্ষমতায় আছে। তাই তাদের আরও সতর্ক হওয়া প্রয়োজন। মানুষের সেবা করে করোনা সংকটকে কাজে লাগাতে পারে আওয়ামী লীগ। তিনি বলেন, এই সময়ে ত্যাগী, বঞ্চিত এবং শিক্ষিত নেতা-কর্মীদের সামনের দিকে টেনে আনা দরকার। করোনা সংকটের সময়ে পৌরসভা এবং ইউনিয়ন পরিষদ ভোট আসছে। শিক্ষিত মানুষদের এসব নির্বাচনে প্রার্থী করা দরকার। তিনি আরও বলেন, করোনা সংকটের দিনে মানুষের পাশে বিএনপি ছিল, এমনটা শুনেছি। কিন্তু বিএনপির ভূমিকা আরও জোরালো হওয়ার দরকার ছিল। গণমানুষের সেবা দিয়ে তাদের সুনাম ফিরিয়ে আনার সুযোগ ছিল। বিএনপি অনেক বড় দল। তারাও দীর্ঘদিন ক্ষমতায় ছিল। কিন্তু কিছু সংখ্যক নেতা নিজেদের নামে সহায়তা দিলেও দলগতভাবে বিএনপির ভূমিকা অত্যন্ত কম ছিল। করোনা সংকট এখনো কাটেনি। বিএনপির উচিত হবে মানুষের পাশে দাঁড়ানো। সেই সঙ্গে অন্য যে দলগুলো আছে, তাদেরও মানুষের পাশে দাঁড়ানো উচিত।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর