শিরোনাম
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

ঢাকা উত্তরের কাউন্সিলর সেন্টুকে দুদকে জিজ্ঞাসাবাদ

নিজস্ব প্রতিবেদক

অবৈধ ক্যাসিনো কারবারের মাধ্যমে বিপুল সম্পদ অর্জনসহ বিভিন্ন অভিযোগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শফিকুল ইসলাম সেন্টুকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয়ে কমিশনের পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে কমিশনের একটি টিম তাকে জিজ্ঞাসাবাদ করেন বলে কমিশনের জনসংযোগ কার্যালয় জানিয়েছে।

সরকারি কর্মকর্তাদের ঘুষ দিয়ে বড় বড় কাজ বাগিয়ে নেওয়া, বিভিন্ন অনিয়মের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ, ক্যাসিনোর কারবারে শত শত কোটি টাকা অর্জন করে বিদেশে পাচারের অভিযোগে আলোচিত ঠিকাদার জি কে শামীমসহ কয়েকজনের বিরুদ্ধে অনুসন্ধান চালাচ্ছে দুদক। এর অংশ হিসেবেই সেন্টুকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে দুদক সূত্র জানিয়েছে। গত বছরের সেপ্টেম্বরের মাঝামাঝি মতিঝিলের ক্লাবপাড়ায় অবৈধভাবে চালানো ক্যাসিনো বন্ধে আইনশৃঙ্খলাবাহিনীর অভিযান শুরুর পর এ কারবারে যুবলীগের কয়েকজন জ্যেষ্ঠ নেতার সম্পৃক্ততার তথ্য উঠে আসে। ক্যাসিনোকান্ডে জড়িতদের অবৈধ সম্পদের খোঁজে গত বছরের ৩০ সেপ্টেম্বর অনুসন্ধানে নামে দুদক। দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে সাত সদস্যের একটি দল এ অনুসন্ধান করছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর