শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

ফান্ডের অভাবে মানুষের পাশে দাঁড়াতে পারিনি

---- গোলাম ফারুক পিংকু

ফান্ডের অভাবে মানুষের পাশে দাঁড়াতে পারিনি

জেলা আওয়ামী লীগ সভাপতি মিয়া গোলাম ফারুক পিংকু বলেছেন, করোনার ত্রাণ নিয়ে আওয়ামী লীগে ভাগ-বাটোয়ারার সুযোগ নেই। সরকারি ত্রাণ আসে প্রশাসন ও জনপ্রতিনিধিদের মাধ্যমে। তারা সঠিকভাবে বণ্টন করছেন। এতে কোনো ধরনের স্বজনপ্রীতি ও দলীয় প্রভাব বিস্তার করা হয়নি। বাংলাদেশ প্রতিদিনকে তিনি বলেন, দলের ফান্ডের অভাবে করোনাকালে সাংগঠনিকভাবে মানুষের পাশে দাঁড়াতে পারিনি। সংগঠনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা না দিতে পারলেও নিজের ব্যক্তিগত উদ্যোগে প্রায় ৮ হাজার পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছি। করোনার এ সময়ে সাধারণ মানুষের সেবায় নিজেদের সার্বক্ষণিক নিয়োজিত  রেখেছি। পরিবারের সবাই করোনা আক্রান্ত হয়েছি। জেলার সাধারণ সম্পাদকও করোনা আক্রান্ত হয়েছেন। তিনিও ব্যক্তিগত সহায়তা করেছেন, সহযোগী সংগঠনগুলো কাজ করছে। করোনায় সাবেক ছাত্রলীগ নেতারাও সক্রিয় রয়েছে। জেলার প্রতিটি ইউনিটের নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছি। সাধ্য অনুযায়ী সাধারণ মানুষের সেবা করার চেষ্টা করছি। করোনাকালীন সাংগঠনিক কার্যক্রম বন্ধ আছে। আশা রাখছি চলতি মাসের শেষের দিকে সীমিত আকারে কার্যক্রম চালু হবে। খুব দ্রুত দলে চাঙ্গাভাব ও সংগঠন আরও শক্তিশালী হওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন আওয়ামী লীগের এ নেতা।

সর্বশেষ খবর