শিরোনাম
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

আওয়ামী লীগ ত্রাণের বাটোয়ারা নিয়ে ব্যস্ত

---- সাহাব উদ্দিন সাবু

আওয়ামী লীগ ত্রাণের বাটোয়ারা নিয়ে ব্যস্ত

জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সাহাব উদ্দিন সাবু সরকারি দল আওয়ামী লীগের কঠোর সমালোচনা করে বলেছেন, করোনায় সরকারি ত্রাণ লুট হচ্ছে। বিভিন্ন গোডাউনে ত্রাণের চাল মজুদ রাখা অবস্থায় পাওয়া যাচ্ছে। সরকারি দলের নেতা এবং কিছু জনপ্রতিনিধি সাধারণ মানুষকে বঞ্চিত করে তাদের আত্মীয়- স্বজনের মাঝে ত্রাণ বিতরণ করছে। করোনায় অসহায়দের পাশে না দাঁড়িয়ে দলীয় নেতা-কর্মীরা ভাগ-বাটোয়ারা করে ত্রাণ লুট করছে, ত্রাণের সঠিক বণ্টন হচ্ছে না। করোনার এ দুর্যোগে বিএনপি অসহায় মানুষের পাশে ছিল এবং থাকবে।

বাংলাদেশ প্রতিদিনকে তিনি বলেন, বিএনপির পক্ষ থেকে ইতিমধ্যে চার হাজার পরিবারকে সহায়তা করা হয়েছে, পৌরসভার ১৫টি ওয়ার্ড ও আশপাশের ৪টি ইউনিয়নে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। সেবা করতে গিয়ে নিজেও করোনা আক্রান্ত হয়ে দুই মাস অসুস্থ ছিলেন বলে জানান তিনি। তবে করোনা আক্রান্তদের বিভিন্নভাবে খোঁজখবর রাখা, খাদ্য সহায়তা করতে জেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সার্বক্ষণিক কাজ করছে। শিগগিরই জেলা বিএনপির কমিটি গঠন ও যোগ্য নেতৃত্ব সৃষ্টি করা হলে এবং করোনা পরিস্থিতি উন্নত হলে জেলায় বিএনপির রাজনীতি আবারও চাঙ্গা হবে বলে মতপ্রকাশ করেন তিনি।

সর্বশেষ খবর