শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

নেতাদের ভূমিকা যথেষ্ট নয়

---- প্রফেসর জেড এম ফারুকী

নেতাদের ভূমিকা যথেষ্ট নয়

লক্ষ্মীপুরের সচেতন নাগরিক কমিটির (সনাক) ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর জেড এম ফারুকী বলেছেন, করোনাকালে জেলার রাজনীতিতে স্থবিরতা চলছে। মানুষের কল্যাণে পাশে দাঁড়াতে পারেনি রাজনৈতিক দলগুলো। সরকারের নির্দেশনা থাকলেও জেলার দায়িত্ববানদের লক্ষ্মীপুরে দেখা মেলেনি। তবে করোনার শুরুতে তাদের (এমপিদের) প্রতিনিধি অনেকেই সেবা (খাদ্য সহায়তা, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ) কার্যক্রমে অংশ গ্রহণ করেছেন। ইদানীং কোনো কার্যক্রমের কথা শোনা যাচ্ছে না।  জেলার রাজনীতিতে বড় দুই দলের সমালোচনা করে ফারুকী আরও বলেন, সাংগঠনিক কার্যক্রম করতে গিয়ে নেতারা নিজেদের ব্যক্তিগত ফোকাসের দিকে বেশি নজর দিচ্ছেন। এতে সাধারণ মানুষ তাদের অধিকারবঞ্চিত হচ্ছেন। সরকার করোনায় সর্বস্তরের মানুষের জন্য যে পদক্ষেপগুলো নিয়েছে এটি নিশ্চয়ই প্রশংসাযোগ্য। কিন্তু স্থানীয় জনপ্রতিনিধিরা এর সঠিক ব্যবহার করতে পারেনি। অনেক ইউনিয়নে চেয়ারম্যানদেরও খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে ছাত্র ও যুব সংগঠনের নেতারা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যানারে মানুষের পাশে দাঁড়িয়েছে। করোনায় মৃত লাশগুলো দাফন করার দৃষ্টান্ত স্থাপন করেছেন এসব সংগঠন। করোনার শুরুতে কোনো কোনো দল সীমিত আকারে সেবা কার্যক্রম চালালেও ইদানীং তা চোখে পড়ে না।

সর্বশেষ খবর