রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

ক্রান্তিকালে আওয়ামী লীগ মানুষের পাশে ছিল

-আবদুল মমিন টুলু

ক্রান্তিকালে আওয়ামী লীগ মানুষের পাশে ছিল

ভোলা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু বাংলাদেশ প্রতিদিনকে বলেছেন, মহান স্বাধীনতা যুদ্ধের নেতৃত্বদানকারী গণমানুষের দল আওয়ামী লীগ জন্মের পর থেকে আজ পর্যন্ত দেশের সব ক্রান্তিকালে সাধারণ মানুষের পাশে ছিল। তেমনিভাবে ঝড় জলোচ্ছ্বাস, বন্যাসহ সব দুর্যোগে জনগণের পাশে এসে দাঁড়িয়েছে এ দল। করোনাকালে কর্মহীন মানুষের জন্য খাদ্য সহায়তার পাশাপাশি মাস্ক, সাবান, স্যানিটাইজার প্রভৃতি বিতরণ করা হয়েছে  দলের পক্ষ থেকে। করোনা সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্যানার, পোস্টার, লিফলেট, মাইকিং করে ব্যাপক চালানো হয়েছে। এ ছাড়া আম্ফান এবং সাম্প্রতিক মেঘনায় অতিজোয়ারের ফলে প্লাবিত বিপদাপন্ন মানুষের পাশে দাঁড়িয়েছে আওয়ামী লীগ। আবদুল মমিন টুলু আরও জানান, জাতির জনক বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ভোলার কৃতী সন্তান সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের নির্দেশনা অনুযায়ী করোনা মোকাবিলায় প্রতিটি ওয়ার্ডে বিশেষ কমিটি গঠন করা হয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে দলীয় নেতা-কর্মীরা রাতদিন পরিশ্রম করেছে। ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছে। আর এসব কাজ সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সরাসরি তদারকি করেছেন। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার পাশাপাশি ব্যক্তিগত তহবিল থেকেও সংসদ সদস্যরা সাধারণ মানুষকে আর্থিক সহায়তা দিয়েছেন। এ ছাড়া সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের ব্যক্তিগত উদ্যোগে ভোলা সদর হাসপাতালে করোনা ইউনিটের ব্যবস্থা করা হয়েছে। সেখানে করোনা পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে দ্বীপজেলা ভোলার সার্বিক খোঁজখবর নিয়েছেন। ভোলা-২ আসনের আলী আজম মুকুল, ভোলা-৩ আসনের নুরুন্নবী চৌধুরী শাওন এবং ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব সার্বক্ষণিক নিজ নিজ এলাকায় অবস্থান করে ত্রাণ বিতরণসহ প্রচার প্রচারণায় অংশ নিয়েছেন। করোনাকালীন ভোলা জেলায় একটি পরিবারও অনাহারে অর্ধাহারে থাকেনি। দলের সাংগঠনিক কার্যক্রমও যথা নিয়মে গতিশীল রাখা হয়েছে।

সর্বশেষ খবর