রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

আওয়ামী লীগ ছাড়া অন্য দলের ভূমিকা ছিল গৌণ

-এম হাবিবুর রহমান

আওয়ামী লীগ ছাড়া অন্য দলের ভূমিকা ছিল গৌণ

ভোলা প্রেস ক্লাবের সভাপতি এম হাবিবুর রহমান বলেছেন, করোনাকালে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সার্বক্ষণিক সাধারণ মানুষের পাশে দেখা গেছে। অন্যদলগুলোকে তেমন ভূমিকা রাখতে দেখা যায়নি। ভোলা জেলা সদরে প্রধান বিরোধী দল বিএনপি করোনা মোকাবিলায় কিছুটা সক্রিয় ছিল। তবে আওয়ামী লীগের তুলনায় তা ছিল খুবই গৌণ। অন্যান্য দলগুলো তো মাঠেই দেখা যায়নি।

হাবিবুর রহমান জানান, মার্চের শেষ দিকে যখন সবকিছু বন্ধ হয়ে গিয়েছিল, সাধারণ শ্রমজীবী মানুষের আয়-রোজগার বন্ধ হয়ে গিয়েছিল তখন বিরোধী দলগুলোর সুযোগ ছিল মানুষের আরও কাছে যাওয়ার। মানুষের আস্থা অর্জন করার। কিন্তু কোনো দলকেই সে রকম ভূমিকা রাখতে দেখা যায়নি। বরং সরকারি দল হিসেবে আওয়ামী লীগ ব্যাপক কর্ম তৎপরতা চালিয়েছে। ভোলা সদর আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদের সার্বিক তত্ত্বাবধানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগসহ অন্যান্য অঙ্গ সংগঠনগুলো দিন রাত পরিশ্রম করেছে। পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় তারা কমিটি গঠন করে দায়িত্ব ভাগ করে নিয়ে মানুষের বাড়ি বাড়ি খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছে। তোফায়েল আহমেদ ভিডিও কনফারেন্সের মাধ্যমে সার্বক্ষণিক তা মনিটরিং করেছেন।

দলমত নির্বিশেষে সবার ঘরে ঘরে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন। শুধু তাই নয় এই খাদ্য সহায়তায় কেউ কোনো অনিয়ম কিংবা তছরুপ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি। ফলে ভোলায় করোনাকালীন খাদ্য সহায়তা নিয়ে কোনো অনিয়মের সংবাদ পাওয়া যায়নি। প্রেস ক্লাব সভাপতি আরও জানান, সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের ছেলে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লবের নেতৃত্বে সদর উপজেলায় সুন্দর সুশৃঙ্খলভাবে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিয়ত হয়েছে। ভোলার পৌর মেয়র আলহাজ মনিরুজ্জামান মনির পৌরসভার প্রতিটি ওয়ার্ডের প্রতিটি ঘরে ঘরে গোপনে ও প্রকাশ্যে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছেন। এ ছাড়া জেলার অন্যান্য উপজেলাগুলোতেও স্থানীয় সংসদ সদস্যদের উপস্থিতিতে ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালিত হয়েছে।

সর্বশেষ খবর