সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

অসুস্থ বুয়েটে নিহত আবরারের বাবা সাক্ষ্য হয়নি

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় আবরারের বাবা বরকত উল্লাহ অসুস্থ থাকায় সাক্ষ্যগ্রহণ হয়নি। পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ৫ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত সাক্ষ্যগ্রহণ চলবে। গতকাল ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর  কামরুজ্জামানের আদালত এ আদেশ দেয়। আদালতের রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর  মোশাররফ হোসেন কাজল বলেন, আবরারের বাবা আদালতে হাজির ছিলেন। কিন্তু তিনি অসুস্থ (জন্ডিসে আক্রান্ত) হওয়ায় সাক্ষ্য গ্রহণ হয়নি। পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ৫ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত সময় নির্ধারণ করেছে আদালত। গত ১৫ সেপ্টেম্বর সব আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। এর আগে ১৩ জানুয়ারি মামলাটি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বিচারের জন্য ঢাকা মহানগর দায়রা জজ আদালতে বদলির আদেশ দেন। এরপর মহানগর দায়রা জজ আদালত দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ পাঠানোর আদেশ  দেন।

প্রসঙ্গত, গত ১৩ নভেম্বর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা ওয়াহিদুজ্জামান ২৫ জনকে অভিযুক্ত করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র জমা দেন। অভিযোগপত্রের ২৫ জনের মধ্যে এজাহারভুক্ত ১৯ জন এবং এর বাইরে তথ্য-প্রমাণের ভিত্তিতে আরও ৬ জনের জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়।

প্রসঙ্গত, গত বছরের ৬ অক্টোবর রাতে আবরারকে পিটিয়ে হত্যা করে বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন  নেতা-কর্মী।

সর্বশেষ খবর