সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

আওয়ামী লীগ ত্রাণ দলীয়করণ করেছে

-এম এ মজিদ

আওয়ামী লীগ ত্রাণ দলীয়করণ করেছে

ঝিনাইদহ জেলা বিএনপির সদস্য সচিব এম এ মজিদ বাংলাদেশ প্রতিদিনকে বলেছেন, ঝিনাইদহ জেলা বিএনপি ও  এর অঙ্গ সংগঠন করোনাকালে ঘরবন্দী ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। নেতা-কর্মীদের পক্ষ থেকে জেলায় প্রায় ৪১ হাজার পরিবারকে ত্রাণসামগ্রী ও আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে। এসব ত্রাণ ও আর্থিক সাহায্য দলের নেতা-কর্মীদের ব্যক্তিগত উদ্যোগে হয়।                

তিনি বলেন, করোনাকালে তারেক রহমানের নির্দেশে জেলার ৬টি উপজেলায় নেতা-কর্মীরা কর্মহীন মানুষের মধ্যে ত্রাণ ও নগদ অর্থ, মাস্কসহ স্বাস্থ্য উপকরণ বিতরণ করেছে। তিনি বলেন, সরকারি ত্রাণসামগ্রী সরকারদলীয় লোকজন বিতরণ করার মাধ্যমে বাহবা নিচ্ছে। আবার অনেক জায়গায় সরকারের দেওয়া ত্রাণসামগ্রী সরকারদলীয় নেতা-কর্মীরা বিতরণ করতে গিয়ে দুর্নীতি, দলীয়করণ আত্তীকরণ, স্বজনপ্রাীতি করেছেন। করোনায় প্রকৃত অসহায়, দুস্থ মানুষ সরকারের দেওয়া ত্রাণসামগ্রী থেকে বঞ্চিত হয়েছে। ফলে দুস্থ অসহায় মানুষ তাদের প্রয়োজনের তুলনায় ত্রাণসামগ্রী থেকে বঞ্চিত হয়েছে। আর বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা নিজেদের ব্যক্তিগত অর্থায়নে সারা জেলায় ত্রাণসামগ্রী বিতরণ করেছেন। কিন্তু নিজের টাকা খরচ করে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন আওয়ামী লীগের এমন কোনো নেতাকে দেখা যায়নি।

সর্বশেষ খবর