সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

ত্রাণ বিতরণে রাজনৈতিক সম্পর্ক প্রাধান্য পেয়েছে

-খন্দকার হাফিজ ফারুক

ত্রাণ বিতরণে রাজনৈতিক সম্পর্ক প্রাধান্য পেয়েছে

বাংলাদেশ পরিবেশ আন্দোলন কমিটি ঝিনাইদহ জেলা শাখার আহ্বায়ক ও সাবেক অধ্যক্ষ খন্দকার হাফিজ ফারুক বলেছেন, ২৫ মার্চ থেকে শুরু করে মে মাস পর্যন্ত ত্রাণ তৎপরতা ছিল চোখে পড়ার মতো। জাতীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, পৌর মেয়র, বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠন ও ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ বিতরণ আমরা লক্ষ্য করেছি। এই দুই মাসকে বলা যায় ত্রাণ বিতরণের 

ফটোসেশনের মাস। বিধি মোতাবেক জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সেনাবাহিনীর মাধ্যমে ত্রাণ বিতরণের পরিবর্তে ঝিনাইদহের সর্বত্র সরকারি দলের সমর্থনপুষ্ট স্বেচ্ছাসেবকদের মাধ্যমে ত্রাণ বিতরণ করায় সরকারদলীয় বিভিন্ন উপদলের মধ্যে ত্রাণ বিতরণ প্রতিযোগিতা হয়। ফলে তালিকাভুক্ত ত্রাণ গ্রহীতা বিভিন্ন দল, সংগঠন, ব্যক্তির কাছ থেকে একের পর এক ত্রাণসামগ্রী পেয়েছেন। কিন্তু যারা পাননি তারা একবারও পাননি। তিনি বলেন, ত্রাণ বিতরণে মানবিকতার পরিবর্তে রাজনৈতিক সম্পর্ককে প্রাধান্য দেওয়া হয়েছে। ত্রাণ বিতরণে সরকারি দল ও তার সমর্থনপুষ্ট সংগঠন ছাড়া অন্যান্য রাজনৈতিক দলকে মাঠে দেখা যায়নি। তবে বিএনপি রাজনীতির সঙ্গে সম্পর্কিত অনেককেই সরকারি ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করতে দেখা গেছে। ত্রাণ বিতরণ কার্যক্রম বন্ধ ও সাধারণ ছুটি শেষ হওয়ার পর রাজনৈতিক দলগুলোর কোনো কার্যক্রম  চোখে পড়ার মতো নয়। করোনা সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির  ক্ষেত্রে চরম উদাসীনতা হতাশ করেছে সচেতন জনগোষ্ঠীকে। ফলে দিনের পর দিন জনগণ কর্তৃক ক্রমান্বয়ে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের মাত্রা বৃদ্ধি পেতে শুরু করেছে। পাশাপাশি সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। রাজনৈতিক নেতৃবৃন্দ এ অবস্থার জন্য দায়ী বলে মনে করি।

সর্বশেষ খবর