সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

সপ্তাহের প্রথম দিনে সূচকের পতন বেড়েছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক

সপ্তাহের প্রথম দিনের লেনদেনে দরপতন হয়েছে শেয়ারবাজারে। গতকাল উভয় শেয়ারবাজারের সব সূচক কমেছে। একই সঙ্গে কমেছে লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। তবে টাকার পরিমাণে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে।

জানা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৫.৭৮ পয়েন্ট কমে ৫ হাজার ৮৮.৮৭ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ১০৩ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ৯০ কোটি ৯ লাখ টাকা বেশি। ডিএসইতে ৩৫৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১২৪টির শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ১৯৪টির এবং ৩৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মা। কোম্পানিটির ৫৪ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সর্বশেষ প্রতিষ্ঠানটির শেয়ার দর ছিল ১১৭ টাকা ৭০ পয়সা। দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকো  লিমিটেডের ৩২ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২৪ কোটি ৪ লাখ টাকা লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে এসকে ট্রিমস। এ ছাড়া লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় ছিল- নিটল ইন্স্যুরেন্স, বাংলাদেশ সাবমেরিন কেবলস, ডেল্টা ব্র্যাক হাউজিং, ইউনাইটেড পাওয়ার জেনারেশন, ব্র্যাক ব্যাংক, রিপাবলিক ইন্স্যুরেন্স এবং রূপালী লাইফ ইন্স্যুরেন্স। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৬.১৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫৩৭.৫৫ পয়েন্টে। সিএসইতে হাতবদল হওয়া ২৮৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১০৯টির, কমেছে ১৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির দর। সিএসইতে ৩৪ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। মেঘনা পেট্রোলিয়ামের সঙ্গে কাজ করবে জেএমআই : রিফিলিং স্টেশন সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) অঙ্গপ্রতিষ্ঠান মেঘনা পেট্রোলিয়াম  লিমিটেডের সঙ্গে কাজ করবে শেয়ারবাজারে তালিকাভুক্ত জেএমআই লিমিটেড। গতকাল রাজধানীর মতিঝিলে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ঢাকা অফিস আয়োজিত এক অনুষ্ঠানে এ উপলক্ষে এক চুক্তি সই হয়।

সর্বশেষ খবর