মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

দলগুলোকে আরও বেশি দায়িত্ব নেওয়া উচিত ছিল

-অশোক সরকার

দলগুলোকে আরও বেশি দায়িত্ব নেওয়া উচিত ছিল

কিশোরগঞ্জ জেলা সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট অশোক সরকার বলেছেন, ‘করোনার কঠিন সময়ে রাজনৈতিক দলগুলোকে আরও বেশি দায়িত্ব নিয়ে কাজ করা উচিত ছিল। রাজনৈতিক বিরোধে না জড়িয়ে মানবিকতার মহান ব্রত নিয়ে মানুষের পাশে দাঁড়ানো উচিত।’ এ ক্ষেত্রে কিশোরগঞ্জে আওয়ামী লীগ প্রশংসনীয় ভূমিকা পালন করেছে বলে তিনি উল্লেখ করেন। আওয়ামী লীগ শুধু খাদ্য সহায়তা নিয়েই মানুষের পাশে দাঁড়ায়নি, তারা চিকিৎসা-সামগ্রী নিয়েও মানুষকে সেবা দিয়েছে। বড় দল হিসেবে বিএনপির আরও ভূমিকা রাখা উচিত ছিল বলে তিনি মনে করেন। তিনি করোনা চিকিৎসায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল হাসপাতালের চিকিৎসক ও কর্মীদের প্রশংসা করে বলেন, ‘দায়িত্ববোধ থেকে তারা যে ভূমিকা পালন করেছেন, এতে মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন তারা।’ কিন্তু কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসাসেবা নিয়ে উদ্বেগ প্রকাশ করে অশোক সরকার বলেন, এখানে চিকিৎসক সংকট প্রকট। যারা রয়েছেন, তারা অনিয়মিত। সাধারণ ঠান্ডাজনিত রোগের চিকিৎসাও সাধারণ মানুষ এখানে পাচ্ছে না বলে তিনি অভিযোগ করেন। স্বাস্থ্য বিভাগ দ্রুত উদ্যোগ না নিলে সাধারণ মানুষকে অনেক কষ্ট ও দুর্ভোগ পোহাতে হবে। এ ক্ষেত্রে ক্ষমতাসীন রাজনৈতিক দলকে এগিয়ে আসা উচিত।

সর্বশেষ খবর