মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

বরিশালে তাল উৎসব

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে তাল উৎসব

বিজ্ঞানে তালগাছ বজ্রনিরোধক বলে ব্যাখ্যা দেওয়ার পর সারা দেশে তালবীজ বপনের হিড়িক পড়েছে। বরিশাল জেলা প্রশাসন ১০ উপজেলায় ১ লাখ তালবীজ বপন কর্মসূচি শুরু করেছে। তালবীজ বপন ও তালের ব্যবহার বাড়াতে ‘তাল উৎসব’ আয়োজন করেছে বরিশালের বাকেরগঞ্জের দেড় শ বছরের পুরনো স্কুল কলসকাঠী বিএম একাডেমি।

স্কুল ক্যাম্পাসে আয়োজিত ‘তাল উৎসব’কে দুইভাবে উপস্থাপন করা হয়। একদিকে ছিল গ্রামীণ নারীদের হাতে তৈরি তাল পু?লি, কেক, মালপোয়া, তাল?পোয়া, পাটিশাপটা, তাল মালাই, তা?লের বড়া, তাল ফোপড়া, তাল ফাঁপাসহ নানা রকম পিঠা; অন্যদিকে ছিল তালবীজ ও তালগাছ সম্পর্কিত প্রদর্শনী এবং তালের ইতিহাস, দেশ-বিদেশে তালগাছের নানা অজানা কথা, তালগাছ নিয়ে লেখা গল্প, কবিতা ও ছড়া। অনুষ্ঠানে স্কু?লের খুদে শিক্ষার্থীরা নানা ধরনের তালপাতার পাখা তৈরি করে। স্কুল প্রাঙ্গণে ‘তাল উৎসবের’ উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান। বিএম একা?ডেমি পরিচালনা পর্য?দের সভাপ?তি রফিকুল ইসলা?মের সভাপ?তি?ত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আ?লোচনায় অংশ নেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায়, উপজেলা শিক্ষা কর্মকর্তা আকমল হোসেন, বাকেরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আকরাম হোসেন প্রমুখ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর